ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফিচার

১ মিনিট ৫০ সেকেন্ডে ৮০০০ ক্যালরি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
১ মিনিট ৫০ সেকেন্ডে ৮০০০ ক্যালরি!

ঢাকা: তাকে যারা কাছ থেকে চেনেন তারা মজা করে বলেন, ও একটা পশু! কারণ, খাওয়ার সময় ওকে চিবাতে দেখা যায় না, কেবল কামড়ের পর কামড় বসাতে থাকে!

ম্যাট স্টোনি, বিশ্বখ্যাত সব খাদ্য প্রতিযোগিতায় অংশ নেওয়া একজন শীর্ষস্থানীয় খাদক। দু’কেজি ওজনের ১৮ ইঞ্চি লম্বা একটি মেক্সিকান বারিতো সাবাড় করতে তার লাগে দুই মিনিটেরও কম সময়! মাঝখানে দু’বার পানি খেতে থামবেন,  মুহূর্তের মধ্যেই প্লেট খালি।

 

খাদ্যরসিক এ তরুণ ২০১০ সালে প্রায় আট হাজার ক্যালোরির সমপরিমাণ খাবার খাওয়ার চেষ্টায় নেমেছিলেন। তখন তার সময় লেগেছিল প্রায় ১৫ মিনিট। আর তার পাঁচ বছর পর অর্থাৎ বর্তমান অবস্থা শুনবেন? মাত্র এক মিনিট ৫০ সেকেন্ডেই হাপিশ!

এ নিয়ে তার ভাষ্য, এখন খাওয়াটা অনেক সহজ হয়ে গেছে।

সে স্টোনি যতই বলুক সহজ, দুই মিনিটেরও কম সময়ে আট হাজার ক্যালরির সমপরিমাণ খাব‍ার খাওয়া চাট্টিখানি কথা নয়! চেষ্টা করে দেখবেন নাকি!

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ১১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।