ঢাকা: যুগের হাওয়ায় বদলে যায় সবকিছুই। আর স্টাইল? সে তো যুগেরই চাহিদা।
যদি এই চুলের ছাঁটের কথাই বলি, তবে তা ব্যক্তি অনুযায়ী পছন্দ ও রুচির ওপর নির্ভর করে। আবার কেউবা অন্যদের থেকে নিজেকে একেবারেই ভিন্নরূপে সাজাতে চান। কিন্তু তাই বলে এমন অদ্ভুতুড়ে ছাঁট! চলুন দেখে যাক দুই পর্বের অদ্ভুত সব চুলের ছাঁট নিয়ে আয়োজনের প্রথম পর্ব।
চুলের ছাঁটটি সচরাচর দেখা না গেলেও এর মধ্যে কিন্তু একটা শৈল্পিক ভাব রয়েছে, কী বলেন! গালের দু’পাশের চুলগুলোকে মনে হচ্ছে যেন এঁকে দেওয়া হয়েছে তুলির কোমল আঁচড়ে।
তার চুলের স্টাইল দেখেই বোঝা যাচ্ছে, না জানি তিনি বেহালা বাজাতে কত ভালোবাসেন!
জনপ্রিয় অ্যাংরি বার্ডও শোভা পাচ্ছে চুলের ছাঁটে।
আচ্ছা ওরিও কুকি খেতে কে কে ভালোবাসেন? দু’টি চকলেট ওয়েফার আর মধ্যে সাদা মিষ্টি ক্রিমে ভরপুর ওরিও স্যান্ডউইচ কুকি নিশ্চয়ই সবার প্রিয়। আর তাই বুঝি ওরিও কুকির প্যাকেটের ডিজাইন শোভা পাচ্ছে কৃষ্ণাঙ্গী এ নারীর চুলে।
রূপকথার কল্পকাহিনীতে আমরা দেখেছি দু’মুখো মানুষ। যার মাথার পেছনে রয়েছে আরও একটি চেহারা। রূপকথাকে অতীত করে বাস্তবেও দেখা দিলো দু’মুখো মানুষ।
বাদামি রঙের চুলের ছেলেটির মাথার পিছনে ঘাড়ের কাছে রয়েছে আরও একটি নরমুণ্ড। কি দেখতে পাচ্ছেন না? বাদামি চুলের আড়ালে লুকিয়ে রয়েছে সে।
চুলের লেয়ার কাটের তো অনেক নাম রয়েছে। ভলিউম লেয়ার, লং লেয়ার। তবে, বাদামি চুলের এই নারী কোন ব্যতিক্রমধর্মী লেয়ার কাটকে নিজের চুলের সঙ্গী করে নিলেন তা তিনিই বলতে পারবেন!
চোখে সানগ্লাস, মোটা গোঁফ, প্রশস্ত কপাল সব মিলিয়ে প্রভাবশালী চেহারা। ওহ না ! এ তো চেহারা নয়, চুলের স্টাইলিশ কাট।
ইন্টারনেট ছাড়া কী আর জীবন চলে! আর তাইতো প্রিয় ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সঙ্গে মিল রেখেই চুল কাটিয়েছেন তিনি।
ছবি: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০৬৫৭ ঘণ্টা,মে ১৫, ২০১৫
এএ