ঘটনা
১৮৬৩ সালে ভারতে প্রথম রেডক্রস দিবস উদযাপিত হয়।
১৯২১ সালে রোমানিয়ায় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৪৫ সালে সোভিয়েত লাল ফৌজের বার্লিন বিজয়ের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিস্ট জার্মানির পরাজয় ঘটে।
১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য যুগের পরবর্তী নতুন সংবিধান চালু হয়।
ব্যক্তি
১৮২৮ সালে রেডক্রসের প্রতিষ্ঠাতা ঝাঁ অঁরি দুঁনাত (হেনরি ডুনান্ট)-এর জন্ম।
১৮৬১ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
১৮৭৩ সালে অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিলের মৃত্যু।
১৯০৩ সালে ফরাসি চিত্রশিল্পী পল গগ্যাঁর মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, মে ০৮, রোববার ২০১১