ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

লাইটার জ্বালাতেই গাড়ি ভষ্মীভূত! (ভিডিওসহ)

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
লাইটার জ্বালাতেই গাড়ি ভষ্মীভূত! (ভিডিওসহ) ছবি : সংগৃহীত

ঢাকা: জানতেন না, গাড়ির গ্যাস সিলিন্ডারে ছিদ্র। রোজকার মতোই চ‍ালিয়ে যাচ্ছিলেন।

ভাবলেন, সিগারেট ধরিয়ে বেশ আয়েশ করে যাওয়া যাক। যেই না লাইটার জ্বালালেন, অমনি দাউদাউ আগুন। কয়েক মিনিটের মধ্যেই সব জ্বলে-পুড়ে শেষ!

রীতিমতো সিনেমাটিক ব্যাপার। থাকে না, হিরো গাড়ি থেকে নেমে সিগারেট ধরালো, এরপর পেছনে না ঘুরে স্টাইল করে ছুড়ে মারলো লাইটার, আর বুম! হ্যাঁ, গল্প হুবহু এক নয়, চিত্রনাট্যে একটু আঠারো-বিশ রয়েছে।

ঘটনা পশ্চিম রাশিয়ার ভেলিকিয়ে লুকি শহরে। চালক অজ্ঞাত পরিচয় এক নারী। আগুন জ্বালাতেই টের পান গ্যাস মিশ্রিত ধোঁয়া। এর পরপরই হালকা আগুন। বুঝে যান খারাপ কিছু ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বেরিয়ে আসেন গাড়ি থেকে। মুহূর্তের আকস্মিকতায় কিছু বুঝতে না পেরে হতবিহ্বল হয়ে পড়লে সাহাযার্থে ছুটে আসেন পিছনের গাড়ির এক চালক।

তারপর পুরোটা আগুনের লেলিহান শিখার গল্প। মিনিট তিনেকের আগুন ধীরে ধীরে গ্রাস করে নেয় গাড়িটি।  

তবে ভালো খবর হলো, আতঙ্কিত হওয়া ছাড়া গাড়ির চালক একদম সুস্থই রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ট্র্যাফিক বিভাগ।

তারাই পরবর্তীতে ট্র্যাফিক ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজটি জনসচেতনতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।



বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।