ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রদর্শনী

‘প্রতিটি মানুষের নীরবে কিছুটা সময় ধ্যান করা উচিত’

প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৯, মে ৭, ২০১১
‘প্রতিটি মানুষের নীরবে কিছুটা সময় ধ্যান করা উচিত’

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘মেডিটেশন ইন মিডিয়া’ প্রদর্শনী। চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে দু দিনব্যাপী এই ‘মেডিটেশন ইন মিডিয়া’ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ৬ মে, শুক্রবার ।

বিকেল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভৌতবিজ্ঞানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম।

বিভিন্ন সময়ে দেশে-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত মেডিটেশনবিষয়ক লেখা ও আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। উদ্বোধনকালে ড. জামাল নজরুল ইসলাম বলেন ‘বর্তমানে যত অস্থিরতা এর কারণ পাশ্চাত্যবাদী অর্থনৈতিক জীবনযাপন ও আগ্রাসী মনোভাব। এর ক্ষতিকর প্রভাব আমাদের দেশেও পড়ছে। ফলে বাড়ছে উদ্বেগ, অস্থিরতা, হতাশা। এ অস্থিরতা কাটাতে প্রয়োজন আত্মনিমগ্নতা বা ধ্যান। আসলে প্রতিটি মানুষেরই নীরবে কিছুটা সময় ধ্যান করা উচিত। প্রতিটি ধর্মে রয়েছে নীরব ধ্যান। ’

তিনি আরো বলেন, ‘ধ্যান বা মেডিটেশনের ওপর কোয়ান্টাম ফাউন্ডেশনের এ প্রদর্শনী আমার বেশ ভালো লেগেছে। লেখাগুলো আমাকে বেশ মুগ্ধ করেছে। মেডিটেশনের ওপর এসব লেখা পড়ে মানুষ উপকৃত হবেন। ’

এ প্রদর্শনীর আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার। উদ্বোধনকালে কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন অর্গানিয়ার কো-অর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন, অর্গানিয়ার নুরুল হক, খোরশেদ আলম, কোয়ান্টাম ফাউন্ডেশন, চট্টগ্রাম সেন্টারের উপদেষ্টা সমন্বয় ও শিক্ষানুরাগী মুহাম্মদ মুজিবুর রহমান, ডা. ইকরাম উল্লাহ, শিক্ষক শারমিন খালেক, আলোকচিত্র শিল্পী সাইফুদ্দিন সাইফ, গায়ক হাসান জাহাঙ্গীর, অ্যাডভোকেট কেশব চন্দ্র নাথ প্রমুখ।

কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে কক্সবাজার সমুদ্র সৈকতসহ দেশের কয়েকটি স্থানে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ৭ মে, শনিবার শেষ হওয়া এ প্রদর্শনীতে চারশতাধিক দর্শনার্থী উপস্থিত হন।

বাংলাদেশ সময় ২১২৫, মে ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।