ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফিচার

আলোকচিত্রে আলোকচিত্রীর গল্প-১

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
আলোকচিত্রে আলোকচিত্রীর গল্প-১

ঢাকা: ছবি তুলতে ভালোবাসেন না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। বর্তমানে ফটোগ্রাফি বেশ জনপ্রিয় একটি বিষয়।

প্রথমে শখের বসে ছবি তুলতে তুলতে একসময় তা নেশায় পরিণত হয়। অবশেষে অনেকে এটি পেশা হিসেবেও বেছে নেন। তবে সত্যিকার আলোকচিত্রী হয়ে ওঠা চাট্টিখানি কথা নয়!
 
একটি মনমতো ছবি তুলতে আপনি কী কী করতে প্রস্তুত? কোথায় বা কতদূর যাবেন? তুষার পাহাড়ের দুর্গম চূড়া নাকি জ্বলন্ত লাভার আগুনে পা ডুবিয়ে খুঁজবেন দুর্লভ কোনো মুহূর্ত!

আলোকচিত্রীদের তোলা অসাধারণ সব ছবির আড়ালে হারিয়ে যায় ছবিটি তোলার মুহূর্তগুলো। এবারের ধারাবাহিক আয়োজন দুঃসাহসিক সেসব আলোকচিত্রীদের ছবি তোলার মুহূর্তগুলোর গল্প নিয়ে। যারা বলতে গেলে জীবন বাজি রেখেই ছবি তোলেন। প্রথম পর্বের ছবিগুলো দেখে নিন।


ছবি তোলা একটি শিল্প। তবে এ আলোকচিত্রীর ছবি তোলার কৌশলটিও যেন আরেক শিল্প। স্ট্রিট ফটোগ্রাফিতে মগ্ন এ আলোকচিত্রীর শরীরী ভঙ্গিমা যেন যোগ ব্যায়ামকেও হার মানায়! 

আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। দেখতে ছাইরঙা শান্ত পরিবেশ মনে হলেও, এ লাভার উপর কয়েক সেকেন্ডের বেশি পা রাখা অসম্ভব! ক্যামেরা স্ট্যান্ড ও আলোকচিত্রীর জুতোয় আগুন ধরে গেছে। তবুও তিনি ভাবলেশহীন। দাঁড়িয়ে আনমনে খুঁজছেন পছন্দের ছবি। একেই বুঝি বলে জীবন বাজি রেখে ছবি তোলা!  

রাজপথটাই তার বিষয়বস্তু। রাজপথের ছোট ছোট গল্প টুকে রাখছেন নিজ ক্যামেরায়।

ছবিটি চমৎকার তাই না! শখের বশে পাখির ছবি তুলতে খুব একটা বেগ পেতে হলো না এ আলোকচিত্রীর। পাখি নিজেই এসে ধরা দিল। শুধু তাই নয়, লেন্সের এক্কেবারে কাছে এসে মাথা নুইয়ে পোজ দিচ্ছে পাখি।

সাগরের উত্তাল ঢেউ আর বিকট গর্জন। কিন্তু তার নেই কোনো ভয়। আনমনে ছবি তুলে যাচ্ছেন ঢেউয়ের ছবি।

কর্দমাক্ত পথ। সাইকেল রেসের ছবি তুলছে একটি ছোট্ট বালক। তার সারা গা কাদায় ছেয়ে গেছে। নিজেও জানে না যে, সেও বনে গেছে অসাধারণ এক ছবির বিষয়বস্তু।

ছবি তুলতে সত্যিই ভীষণ সাহসের প্রয়োজন। সেটা এ ছবি দেখেই বোঝা যাচ্ছে কি বলুন! দেয়ালের উপর উল্টো হয়ে শুয়ে মনের সুখে ছবি তুলে যাচ্ছেন সোনালি চুলের এ সুন্দরী আলোকচিত্রী।

বাব্বাহ, বিড়াল তো নয় যেন সেলিব্রেটি! নয়তো এক বিড়ালের ছবি তুলতে পাঁচ পাঁচজন আলোকচিত্রী! তবে বেড়াল ভায়া তাকিয়ে রয়েছে আপনার দিকেই।

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।