ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

আলোকচিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন

আতাউর রহমান রাইহান, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৫
আলোকচিত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন

ঢাকা: নদীর পাড় ক্রমাগত ভেঙে যাচ্ছে, সেই ভাঙা তীরেও তোলা হচ্ছে ঘর। অনিশ্চয়তার মধ্যেও নিশ্চয়তা খুঁজছেন ভাঙনের শিকার মানুষ।

নদীর জলে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা, তবুও চাষাবাদের জন্য মাঠ তৈরি করছেন কৃষক। এ যেন প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকার দুর্দমনীয় তাগিদ।

ফরাসি আলোকচিত্রী জুল তুলের ছবিতে এভাবে উঠে এসেছে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের লড়াইয়ের কথা।

জলবায়ু পরিবর্তনের কারণে ধেয়ে আসা বিপর্যয় থেকে রক্ষা পেতে এখন উদ্যোগ নেওয়া প্রয়োজন। এজন্য বিজ্ঞানসম্মত বৈশ্বিক জ্ঞান ও স্থানীয় জ্ঞানের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তি যেন প্রকৃতির স্বাভাবিক বিকাশের অন্তরায় না হয়। এসব কথা মাথায় রেখে বিপন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করেই আগামী দিনের উন্নয়নের পরিকল্পনা করতে হবে।

রাজধানীর আলিয়ঁস ফ্রঁসেজে চলা ‘জলবায়ু পরিবর্তনের ৬০টি সমাধান’ ও ‘জলবায়ু পরিবর্তনে স্থানিক প্রতিক্রিয়া’ শিরোনামে চলা দু’টি আলোকচিত্র প্রদর্শনীতে মূলত এসব বিষয়ই উঠে এসেছে।

আলোকচিত্রী জুল বাংলাদেশের পথ-প্রান্তের ছবি তুলেছেন। তার ছবিতে দেখা যায় জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রান্তিক মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তবে আরেক আলোকচিত্রী ইয়ান আরথাসের ছবিতে ফুটে উঠেছে জলবায়ু পরিবর্তনে বৈশ্বিক অভিজ্ঞতার কথা। জলবায়ু পরিবর্তন নিয়ে দীর্ঘদিন কাজ করছেন ফরাসি আলোকচিত্রী ইয়ান আরথাস বারট্রান্ড। পৃথিবী ঘুরে ঘুরে তিনি ক্রমাগত জলবায়ু পরিবর্তনের সমাধান খুজেছেন। তার দেওয়া সমাধানের মধ্যে রয়েছে বাড়িতে সৌরচুলার ব্যবহার ও বড় বাঁধের চেয়ে কয়েকটি ছোট বাঁধ নির্মাণ অনেক ভালো। পৃথিবীব্যাপী এ বিপর্যয় সম্পর্কে জানতে তার আলোকচিত্রগুলো দেখে আসতে পারেন। জেনে নিতে পারবেন তার দেওয়া সমাধানগুলোও।

বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ছবি তুলেছেন নবীন আলোকচিত্রী জুল তুলে। জুল সেই সব মানুষের ছবি তুলতে বাংলাদেশের গ্রামীণ জনপদে হন্নে হয়ে ঘুরেছেন, যারা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেখা যাচ্ছে, এই বিপর্যয়ে বিন্দুমাত্র দায়ী নয় এমন মানুষরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রদর্শনীতে তার তোলা কুড়িটি ছবি রয়েছে।

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে ‘জলবায়ু পরির্তন ও উন্নয়নের সেতুবন্ধন’ শিরোনামে একটি সিরিজ কর্মসূচি। এসব কর্মসূচির একটি হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী।

যৌথভাবে কর্মসূচির আয়োজন করেছে ফরাসি উন্নয়ন সংস্থা, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা এবং ঢাকার ফরাসি দূতাবাস। শনিবার (১৬ মে) এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। চলবে আগামী শনিবার (২৩ মে) পর্যন্ত।

আয়োজনের শুরুতে প্রর্দশনী ঘুরে দেখেন ফরাসি রাষ্ট্রদূত সোফি ওবের এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেন ব্লুম বার্নিকাট। সপ্তাহব্যাপী আয়োজনে জলবায়ু বিষয়ক আলোচনা, প্রবন্ধ পাঠ, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।