ঢাকা: মাছ উভচর প্রাণী! কি খটকা লাগলো তো? ভাবছেন কোথাও কোনো ভুল হলো কি না! কারণ মাছ তো ডাঙায় উঠলেই মরে যায়। সে আবার উভচর প্রাণী হবে কী করে?
ঠিক আছে তবে খুলেই বলি, সাপের পাঁচ পা না দেখলেও সম্প্রতি মাছের দু’পা দেখেছেন যুক্তরাষ্ট্রের কলোরাডোবাসী।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বড় রূপালি মাছের মতো দেখতে এই প্রাণীটির সরীসৃপের মতো দু’টো পা-ও রয়েছে।
মাছটির ছবি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে অনলাইন ইমেজ হোস্টিং সেবাদানকারী ওয়েবসাইট ইমগুরে। ছবিটি আপলোড করেছেন ববি কেন্ট নামের এক ব্যক্তি। ববি জানান, তার প্রতিবেশী কলোরাডোর একটি পুকুরে মাছটি দেখতে পান। তবে মাছটি ছিলো মৃত অবস্থায়।
ছবি দেখে অনেকেই ধারণা করছেন, মাছটি বিবর্তনের এক জ্বলন্ত প্রমাণ। হয়তো মহাসাগর থেকে ডাঙায় এসে বসবাসকারী প্রাণীর সূচনা হবে এখান থেকেই।
আবার অনেকে বলছেন, এটি হয়তো অন্য প্রজাতির সাধারণ একটি মাছ।
তাদের মধ্যেই একজন কমেন্ট করেছেন, মাছটির নাম অ্যাক্সলটল (axolotl)। যা মরে যাওয়ার পর শরীর ফুলে উঠেছে।
অ্যাক্সলটল (axolot) এক প্রকার ম্যাক্সিকান মাছ। যা দু’পায়ে ভর করে হাঁটতে পারে। এটি মূলত উভচর প্রাণী। দেখতে কিম্ভুতকিমাকার হলেও শখের বসে অনেকে এই মাছ পোষেন।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, মে ২০, ২০১৫
এএ