ঢাকা: জার্মানির নামিদামি অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান অডি নিয়ে এলো এ সময়ের সবচেয়ে উন্নত স্পোর্টস রেসিং বাইসাইকেল, যার দাম শুনে চোখ হবে চড়কগাছ! বাইসাইকেলটির যে মূল্য সে টাকায় আপনি অনায়েসে কিনতে পারবেন উন্নতমানের তিনটি গাড়ি। মারুতি সুইফট, হুন্দাই আই২০ ও টাটা ন্যানো!
তিনটি গাড়ির দামে একটি অডি বাইসাইকেল! বুঝতে হবে বিশেষত্ব তো কিছু রয়েছেই।
বিলাসবহুল এ বাইসাইকেলটির সীমিতসংখ্যক কিছু মডেলের মোড়ক উন্মোচিত হয়েছে জাপানের টোকিয়োর শিব্যুয়ার অডি শো-রুমে। যার বাজার দর ১৯ হাজার চারশ’ ৫০ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ বিশ হাজার টাকা।
স্পোর্টস রেসিং বাইক সম্পর্কে এর নির্মাতা প্রতিষ্ঠান অডির মন্তব্য- নান্দনিকতা ও প্রযুক্তির সন্নিবেশে তৈরি হয়েছে এ বাইসাইকেলটি।
লাইটওয়েট কার্বনে তৈরি সাইকেলটি শুধু রেসেই দৌড়োবে না, পাহাড়ের সমতল পথেও এগিয়ে যাবে নির্বিঘ্নে। জানায় প্রতিষ্ঠানটি।
সাইকেলটির ফ্রেমের ওজন পাঁচটি আইফোন সিক্স প্লাসের চেয়েও কম। অর্থাৎ মাত্র সাতশ’ ৯০ গ্রাম! পুরো বাইকটির ওজন প্রায় ছয় কেজি।
সারা বিশ্বে এই মডেলের সাইকেল বিক্রি হবে মাত্র ৫০টি।
ভিন্নমাত্রিক স্পোর্টস রেসিং এ বাইসাইকেল অডির চলার পথকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস কোম্পানি কর্তৃপক্ষের।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এএ