ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফিচার

‘দ্য ডার্টি উইকেন্ড’

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জুন ৫, ২০১৫
‘দ্য ডার্টি উইকেন্ড’

ঢাকা: সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত হলো এ যাবতকালের সবচেয়ে দীর্ঘ ‘অ্যাসাল্ট কোর্স’। বিশ মাইল দীর্ঘ বিভিন্ন ধাপে  ছিল ২শ’টি কঠিন বাধা।

কাদার ভেতর দৌড়, খাড়া দেওয়াল টপকানোসহ টায়ারভর্তি গর্ত প্রভৃতি ধাপগুলোতে অংশ নিয়েছিলেন আট হাজার অ্যাডভেঞ্চারপ্রেমী।

ইংল্যান্ডের লিংকনশায়ারের বার্গলি হাউজের বিশাল প্রান্তরে আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় এ অ্যাসাল্ট কোর্স।  

‘ডার্টি উইকেন্ড’ নামে এ প্রতিযোগিতায় ২০ রকম থিমে সাজানো শারীরিক কসরতের ধাপগুলোতে  অংশগ্রহণকারীরা অতিক্রম করেছেন ২শ’টিরও বেশি বাধা। একইসঙ্গে তারা মুখোমুখি হয়েছেন বিশাল ও দীর্ঘকালব্যাপী কিছু চ্যালেঞ্জের, যা বিগত বছরগুলোর রেকর্ডও ভেঙে দিয়েছে। এগুলোর মধ্যে ছিল বিশ্বের সবচেয়ে লম্বা মানকি বার ও ক্যাট ক্রল।

অন্য থিমগুলোর মধ্যে ছিল এনার্জি সেপিং ইনফ্ল্যাটাবল, কাদার ভেতর দিয়ে পথ অতিক্রম, খাড়া দেওয়াল পাড়ি ও ওয়াটার উইপ আউট জোন।

ডার্টি উইকেন্ডের আয়োজকপক্ষ জানায়, চলতি বছরের ডার্টি উইকেন্ড এ যাবতকালের বিশ্বের সবচেয়ে বড় অ্যাসাল্ট কোর্স। এখন পর্যন্ত তাদের সব ইভেন্টের মধ্যে এটিই ছিল সবচেয়ে কঠিন, যেখানে প্রতিযোগীদের ধৈর্য ও সহ্যশক্তির পরীক্ষাও যুক্ত ছিল।

প্রথমবারের মতো এ প্রতিযোগিতাটি আয়োজন করেছে ‘ডার্টি ডবল আল্ট্রা’, যেখানে দুঃসাহসী প্রতিযোগীরা পুরো কোর্স দু’বার  সম্পন্ন করেছেন। অর্থাৎ  ৪০ মাইল জুড়ে ৪শ’টি বাধা অতিক্রম করেছেন তারা।

এ বছর সাহসীদের জন্য ডার্টি ডবল আল্ট্রাতে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেখানে ৩০ জন উত্তীর্ণ হন বলে জানায় আয়োজক পক্ষ।

এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ২শ’রও বেশি শিশু-কিশোর। যাদের বয়সসীমা আট থেকে ১৫ বছর।

ডার্টি উইকেন্ড কর্তৃপক্ষের ভাষ্য, এবার প্রথমবারের মতো আমরা শিশু-কিশোরদের জন্য ‘ইয়ং মাকার রেস’ যোগ করেছি। প্রতিবছর আমরা দেখি শিশুরা তাদের পরিবারকে সমর্থন করতে আসে। তাই এবার তাদের জন্য একটি সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তারাও অংশ নিতে পারে।

তারা আরও বলেন, এটা সত্যিই আনন্দের বিষয়, অনেক ক্ষুদে দুঃসাহসীরা এতে অংশ নিয়েছে। পরের বছরও আমরা তাদের স্বাগত জানাবো বলে আশা রাখছি।

কোর্স শেষে রানারদের জন্য ঘটা করে পার্টির আয়োজন করা হয়। এটি ছিল বিজয়ীদের জন্য বিশেষ আকর্ষণ।
তথ্যসূত্র: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জুন ৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।