ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ফিচার

৮০ বছর ধরে খাদ্য তালিক‍ায় প্রতিদিন ১ কেজি বালু!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুন ৬, ২০১৫
৮০ বছর ধরে খাদ্য তালিক‍ায় প্রতিদিন ১ কেজি বালু!

ঢাকা: সুধামা দেবী। বয়স ৯২ বছর।

বাড়ি ভারতের কাজরী নূরপুর এলাকায়। আট দশকের বেশি সময় ধরে প্রতিদিন তার খাদ্য তালিকায় রয়েছে এক কেজি বালু।

যখন তার ১০ বছর বয়স, তখন বন্ধুদের সঙ্গে বাজি ধরে প্রথম বালু খান সুধামা। তবে বর্তমানে তিনি এতটাই আসক্ত যে, প্রতিদিন চার প্লেট বালু লাগে তার।

চার সন্তানের জননী জানান, অভ্যাসটা অস্বাভাবিক হলেও তাকে কখনও চিকিৎসকের কাছে যেতে হয়নি। প্রতিদিন সুধামা তিন থেকে চার দফায় প্রায় ১ কেজি বালু খান।

তিনি বলেন, বাল‍ু ঠিক খাবারের মতো না। তবে আমার আর্থিক অবস্থা খারাপ হলেও এই অভ্যাসের কারণে আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। ছোট বেলায় একবার খাওয়ার পরেই আমার মনে হয়েছিল, এটা প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে পারে।

আমার সাত ছেলে এবং তিন মেয়ের মধ্যে বর্তমানে তিন ছেলে আর এক মেয়ে বেঁচে আছে, বলেন সুধামা দেবী।

তিনি জানান, বিয়ের আগে তার বাবা এবং ভাই বাল‍ু সংগ্রহ করতো। বিয়ের পর এ দায়িত্ব নেন স্বামী কিষাণ কুমার।

বিয়ের পর প্রথম যখন আমি স্বামী বাড়ি এলাম তখন এখানকার লোকজন অবাক হয়ে গেলো বৌ বালু খায় দেখে, যোগ করেন তিনি।

স্থানীয়রা জানান, আমরা অব‍াক হয়ে ‍যাই এই বয়সেও সুধামা দেবী একদম সুস্থ। তার কোনো রোগ নেই এবং বালু ছ‍াড়া তার অন্য কিছু খেতেও ইচ্ছা করে না।

ভিডিও লিংক:

বাংলাদেশ সময়: ০৭৩৪ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।