ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ফুটপাথের বাহারি গয়না

নাজমুল হাসান, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
ফুটপাথের বাহারি গয়না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নারীর সৌন্দর্য অনেকখানিই ফুটে ওঠে গয়নায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নাও এসেছে নতুনত্ব।

আর ফ্যাশন সচেতন নারীদের সংগ্রহে ঠাঁই পাচ্ছে নানারকম গয়না। সাজ পোশাকের সঙ্গে মিলিয়ে পরা এসব গয়নার সম্ভার শপিংমলসহ নেমে এসেছে ফুটপাথেও।  

রাজধানীর নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, চারুকলা ইনস্টিটিউট, দোয়েল চত্বর, শাহবাগ ও ইডেন কলেজের সামনের ফুটপাথে বেশকিছু গয়নার দোকান বসে। ছাত্রী ও কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণীর নারীরা এসব দোকানের নিয়মিত ক্রেতা।

এসব দোকানে চুড়ি থেকে শুরু করে নেকলেস, পায়েল, ব্রেসলেট, মালা, আংটিসহ নানারকম গয়না পাওয়া যায়। তারপরও অঞ্চলভেদে গয়নার বিশেষত্বগুলো দেখে নেওয়া যাক।

শাহবাগ
শাহবাগ থেকে টিএসসি চত্বরের দিকে গেলে চোখে পড়বে সারি সারি অলঙ্কার ও চুড়ির দোকান। কাঁচের চুড়ির জন্য জায়গাটি বেশ প্রসিদ্ধ।

দরদাম
এখানে ডজন দরে চুড়ি বিক্রি হয়। প্রতি ডজন ৩০ থেকে ৪০ টাকা। তবে পিস হিসেবেও অনেকে চুড়ি কেনেন। এক্ষেত্রে দাম একটু বেশি পড়ে।

বেচাকেনা সম্পর্কে জানতে চাইলে স্থানীয় চুড়ি বিক্রেতা হালিমা জানান, ইন্ডিয়ান ও চায়নিজ ইমিটেশন গয়না বাজারে আসায় তাদের বেচাকেনা অনেকটাই কমে গেছে। তবে বিশেষ দিনগুলোতে এখানে বেশ ভালোই বেচাকেনা হয়।

চারুকলা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্রী তনয়া চৈতী (২১) জানান, উৎসবে পরার জন্য কাঁচের চুড়িগুলো এখান থেকেই কেনা হয়। কারণ, অল্প দামে অনেক চুড়ি কেনা যায় এখান থেকে।

দোয়েল চত্বর
রাজধানীর দোয়েল চত্বরে গেলে পাওয়া যাবে হরেক রকমের পোড়া মাটির গয়না। এখানে চুড়ি, কানের দুল, মালাসহ রয়েছে মাটির বিভিন্ন গয়নার সংগ্রহ।

দরদাম
এখানে মাটির চুড়ি জোড়া প্রতি পড়বে একশ টাকা। কানের দুল ডিজাইন অনুযায়ী বিভিন্ন দামের হয়। গলার মালা পাবেন দেড়শ থেকে দুইশ টাকায়।

নিউমার্কেট
নিউমার্কেটে রয়েছে সব ধরনের গয়নার বিশাল সংগ্রহ। তবে অন্যান্য জায়গার তুলনায় এখানে গয়নার দাম একটু বেশি।

এখানকার গয়নার দরদাম সম্পর্কে জানতে চাইলে স্থানীয় দোকানদার রাসেল জানান, এখানে ইন্ডিয়ান ও চাইনিজ  ইমিটেশনের অনেক সংগ্রহ রয়েছে বলে দাম একটু বেশি।

দরদাম
নিউমার্কেটের ফুটপাথের এসব দোকানে ইমিটেশনের চুড়ি পাওয়া যাবে দুইশ থেকে আড়াইশ টাকায়। এছাড়াও বিভিন্ন ডিজাইনের কানের দুল পাবেন একশ থেকে দেড়শ টাকার মধ্যে। অন্যান্য আনুষঙ্গিক যেমন- চুলের ক্লিপ, মালা, আংটি ডিজাইন অনুযায়ী বিক্রি হয় দেড়শ থেকে দুইশ টাকা দামে।

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৫
এসএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।