ঢাকা: আর মাত্র একদিন পরই পৃথিবীর আকাশে স্পষ্ট দেখা যাবে বুধ গ্রহ। শুধু তাই নয়, ভোরের সূর্য ওঠার আগেই পৃথিবীর আকাশে দেখা দেবে গ্রহটি।
২৪ জুন বুধ সূর্য থেকে যতটা পশ্চিমে যাওয়া যায়, সেই সর্বোচ্চ দূরত্বে অবস্থান করবে। ফলে এদিন সূর্য ওঠার অনেক আগেই আকাশে জেগে উঠবে বুধ এবং সূর্যের সঙ্গে দীর্ঘ সময়ের ব্যবধানে পূব আকাশে বিরাজ করবে।
এদিন পৃথিবীর গ্রিনিচ মান সময় সকাল ৩টা বেজে ৫৭ মিনিটে বুধ ও ৪টা বেজে ৫৬ মিনিটে সূর্য উঠবে। অর্থাৎ সূর্য ওঠার একঘণ্টা আগেই আকাশে দেখা যাবে সৌরজগতের ক্ষুদ্রতম এ গ্রহটি। সকাল ৪টা থেকে সাড়ে ৪টা বা ৪টা ৪০ মিনিট পর্যন্ত পূব আকাশে বুধকে দেখা যাবে।
তবে, এ ঘটনা জুনের শেষের দিকে অর্থাৎ ২৪ জুনের আগে বা পরে যেকোনো দিন হতে পারে বলে জোতির্বিদরা জানিয়েছেন।
শুধু তাই নয়, চলতি বছর সেপ্টেম্বরের শুরুর দিকে দ্বিতীয় দফায় আবারও বুধ গ্রহের দেখা পাওয়া যাবে। তবে সেসময় শেষ বিকেলের আকাশে বিরাজ করবে উজ্জ্বলতম এ গ্রহ।
সেপ্টেম্বরে বুধ ডোবা ও সূর্যাস্তের সময়ের দূরত্ব, জুনের বুধ গ্রহ উদয় ও সূর্যোদয়ের সময়ের দূরত্বের চেয়ে ব্যবধান কম হবে।
সাধারণত যখন পৃথিবীর দক্ষিণ গোলার্ধে শরৎ ঋতু শুরু হয়, তখন বুধ সূর্যের সবচেয়ে পশ্চিমে অবস্থান করে। আবার একই গোলার্ধে শীতের শেষে এর অবস্থান সূর্যের সবচেয়ে পূর্বে থাকে। এভাবে অবস্থান করার ফলে প্রতিবারই বুধ পৃথিবীর সঙ্গে সর্বোচ্চ মানের কৌণিক দূরত্ব তৈরি করে।
এ কারণেই সূর্য ওঠার কয়েক ঘণ্টা আগেই আকাশে বুধ উদিত হয় ও সূর্য অস্ত যাবার কয়েক ঘণ্টা পর আকাশে মিলিয়ে যায়।
চলতি মাসে যদি বুধ গ্রহ দেখার সুযোগ না হয় তাহলেও ক্ষতি নেই। আসছে সেপ্টেম্বরে রয়েছে বুধ গ্রহের সঙ্গে সাক্ষাতের আরও একটি সুযোগ!
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুন ২২, ২০১৫
এসএস