ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

সবচেয়ে বড় সার্ফিং বোর্ডের বিশ্বরেকর্ড (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
সবচেয়ে বড় সার্ফিং বোর্ডের বিশ্বরেকর্ড (ভিডিওসহ)

ঢাকা: একটি সার্ফিংবোর্ডে ৬৬ জন লোক! অবাক হচ্ছেন তো? ভাবছেন তা কী করে সম্ভব! সার্ফিংয়ের একশ’ বছর পূর্তি উজ্জাপনে ২০ জুন, আন্তর্জাতিক সার্ফিং দিবসে পশ্চিম ভার্জিনিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত হান্টিংটনে শহরে বিশাল সার্ফিং বোর্ডে চড়ে সার্ফ করেছেন ৬৬ জন।

এই বিশেষ সার্ফিংয়ে ১৫ থেকে ৭৯ বছর বয়সী ব্যক্তিদের নেওয়া হয়।

এদের মধ্যে স্থানীয় পেশাদার সার্ফাররা তো ছিলেনই, সঙ্গে  স্থানীয় কংগ্রেসের সদস্যরাও বাদ যাননি।


২০০৯ সালে অনুষ্ঠিত রেকর্ডধারী বৃহৎ সমুদ্র সার্ফিংটি অনুষ্ঠিত হয়েছিলো অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্ন্যাপার রকসে। বিরাট সার্ফিংবোর্ডে চড়ে সেসময়ে ৪৭ জন নেমেছিলেন সমুদ্র সার্ফিংয়ে। এবার হান্টিংটন ৬৬ জন সার্ফার নিয়ে সার্ফিং করে ভেঙেছে কুইন্সল্যান্ডের বিগত রেকর্ডটি।

সার্ফিং চলাকালে উল্লসিত প্রায় একশ’ দর্শক জয়ধ্বনি করতে থাকে। প‍ুরো ১৩ সেকেন্ডের এই সার্ফিংটি বিগত সময়ের সার্ফিংয়ের রেকর্ড ভাঙা সময়ের চেয়েও তিন সেকেন্ড বেশি সময় ধরে চলেছিলো।


আন্তর্জাতিক সার্ফিং দিবসে এই পদক্ষেপ নেওয়ার আরও একটি কারণ ছিল এই শহরটিকে সার্ফ সিটি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরা।

এরই মধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করেছে এটিই বিশ্বের সবচেয়ে বড় সার্ফবোর্ড।


এই মেগা সার্ফ বোর্ডটি ৪২ ফুট দেড় ইঞ্চি লম্বা, ১১ ফুট এক ইঞ্চি প্রশস্ত ও এক ফুট ৪.৪ ইঞ্চি পুরু।

হান্টিংটন সৈকতের মেয়র ম্যাথু হারপার জানান, হান্টিংটন সৈকতের জন্য এটি একটি বিরাট অর্জনটি। এই আয়োজনের পরই প্রচুর সার্ফিং বোর্ড নিকটবর্তী অ‍ান্তর্জাতিক সার্ফিং জাদুঘরে প্রদর্শনের জন্য রাখার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যা কিনা এই অঞ্চলের ঐতিহ্যগত সার্ফিংয়ের ধারক ও বাহক হয়ে থাকবে।

তথ্যসূত্র: ইন্টারনেট।



বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, জুন ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।