জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে ক্যাম্পাসে চলছে উৎসব পূর্ববর্তী প্রস্তুতি। র্যাগ অনুষ্ঠানকে কেন্দ্র করে ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করার প্রক্রিয়া চলছে।
প্রতিবারের মতো এবারো র্যাগ রাজা ও রানী নির্বাচিত করা হয়েছে। র্যাগ রাজা হয়েছেন ফার্মেসি বিভাগের ফয়সাল ও রানী হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের কাজরিয়া কায়েস উপমা।
উৎসবের প্রথমদিন মঙ্গলবার রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। দ্বিতীয়দিন বুধবার রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ক্যাম্প। তৃতীয়দিন বৃহস্পতিবার রয়েছে সেচ্ছায় রক্ত দান, র্যাগ আড্ডা, র্যাগ খেলাধুলা, র্যাগ হলি ও মেহেদী উৎসব। চতুর্থদিন শুক্রবার বিকাল ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে রয়েছে কনসার্ট। কনসার্টে গান পরিবেশন করবেন জেমসের নগর বাউল। পঞ্চমদিন শনিবার রয়েছে নন্দন পার্কে পিকনিক। ষষ্ঠদিন বরিবার শপথ গ্রহন ও র্যাগ ডিনারের মাধ্যমে শেষ হবে ছয় দিন ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন।
জাবিতে র্যাগ অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ৩১ তম ব্যাচের আবু সায়েম হিরা বলেন, আগের দিনে র্যাগ উৎসব হত দশ বা তারও বেশী দিন ব্যাপী। কিন্তু বর্তমানে প্রশাসনের হস্তক্ষেপের কারণে এই আনন্দ সংকুচি হয়ে আসছে।
র্যাগ-৩৪ এর আহব্বায়ক মাহমুদুল হাসান জানান, ‘শিক্ষা সমাপনী উৎসবের আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আশা করি এবারের উৎসব খুব আনন্দমুখর ও প্রানবন্ত হবে। ’
বর্ণাঢ্য এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতায় রয়েছে- ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের তিনটি পত্রিকা ও একটি অনলাইন পত্রিকা। পত্রিকার গুলো হচ্ছে- দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা মে ২৩, ২০১১