ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

লর্ড বেন্টিং বাংলার গভর্নর, দার্জিলিংয়ে টয়ট্রেন চালু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
লর্ড বেন্টিং বাংলার গভর্নর, দার্জিলিংয়ে টয়ট্রেন চালু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৪ জুলাই ২০১৫, শনিবার। ২০ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

.১৭৭৬ - আমেরিকা স্বাধীনতা লাভ করে ও একই দিন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জাতির পিতা বলে স্বীকৃতি পান।

.১৮২৭ – নিউ ইয়র্কে দাস প্রথার বিলুপ্তি ঘটে।

.১৮২৮ – উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।

.১৮২৯ – লন্ডনের রাজপথে প্রথম বাস চলাচল শুরু হয়।

.১৮৮১ – ভারতের শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।

. ১৯০২ –সমাজসংস্কারক স্বামী বিবেকানন্দ মারা যান।

.১৯৪২ – ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।

.১৯৪৩ – জার্মান ও সোভিয়েত রাশিয়ার মধ্যে কুর্স্কের যুদ্ধ শুরু হয়। এই দিন সোভিয়েত রাশিয়ার কুর্স্ক নামক জায়গায় যুদ্ধ শুরু হয় ও যুদ্ধে সোভিয়েত জয়লাভ করে।

.১৯৪৬ – স্পেন তিনশ’ বছর ফিলিপাইনের ওপর কর্তৃত্ব ফলানোর পর ১৮৯৮ সালে দুই কোটি ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ফিলিপাইনকে বিক্রি করে দেয়। পরে ১৯৪১ সালে  দ্বিতীয় বিশ্ব যুদ্ধ চলাকালীন সময়ে জাপান ফিলিপাইনে শাসন প্রতিষ্ঠার চেষ্টা করে তবে যুদ্ধ শেষের দিকে ফিলিপাইন ফের মার্কিনদের দখলে চলে যায়। অতঃপর ১৯৪২ সালের ৪ জুলাই ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৪৬ সালের ওই একই দিনে দেশটি পুরোপুরি স্বাধীনতা অর্জন করে।

.১৯৭১ –পাক বাহিনী বেষ্টিত ভৈরব বাজারে দালাল শিরমনি মমতাজ পাগলার আস্তানায় ছদ্মবেশে আক্রমণ চালায় ও শিরমনি মমতাজ পাগলাকে হত্যা করে নুরু, আতিক ও মোহন নামের তিন বাঙালি। তবে ঘটনাস্থলেই আতিক শহীদ হন ও নুরু অ‍াহত অবস্থায় পাকবাহিনীর কাছে ধরা পড়েন। হানাদার বাহিনী নুরুকে গুলিবিদ্ধ করে নির্মমভাবে হত্যা করেন। একমাত্র মোহন সেখান থেকে নিরাপদে ফিরে আসতে পেরেছিলেন।  

.১৯৭২ – দুই কোরিয়া পুনরায় একত্রীকরণে প্রথমবারের মতো সরকারিভাবে যৌথ ঘোষণা করা হয়।

.২০০১ সালের এইদিনে – মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

.২০১১– থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।