ঢাকা: মহাকাশে থাকা আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে সম্প্রতি সরাসরি সম্প্রচারের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে আনআইডেন্টফাইড ফ্লাইং অবজেক্ট (ইউএফও) বিস্ফোরণের দৃশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা সেন্সর করেছে বলে দর্শকরা অভিযোগ করেছেন।
দর্শকদের অভিযোগ, এবারই প্রথম নয়, এ বছরের প্রথম দিকে (০৬ জানুয়ারি) টেলিভিশনের পর্দায় যখন লাইভ প্রোগ্রাম দেখানো হচ্ছিল, তখন বিশালাকৃতির অজানা উড়ন্ত বস্তু পর্দায় উপস্থিত হয়।
এক দর্শক তখন এই লাইভ প্রোগ্রামটি রেকর্ড করছিলেন। সেই রেকর্ডিংয়ে দেখা যায়, ত্রিভূজাকৃতির বিশাল একটি অজানা বস্তু লাইভ প্রোগ্রামের সময় পর্দায় ভেসে ওঠে।
কেউ কেউ একে জীবন্ত এলিয়েন বলে অভিহিত করেছিলেন।
এরপর ঠিক একইভাবে নাসার সরাসরি সম্পপ্রচারের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে তিনটি ইউএফও’র বিস্ফোরণের দৃশ্য ধরা পড়ে।
এ সময় কয়েক সেকেন্ডের জন্য পৃথিবীর বায়ুমণ্ডলে আলো ছড়িয়ে পড়ে। এরপর পরই নাসা জানায়, সিগন্যাল না পাওয়ায় লাইভ সম্প্রচার দেখানো যাচ্ছে না।
এদিকে, বিশালাকৃতির জীবন্ত অ্যালিয়েনের ছবি ইউটিউবে আপলোড করলে ১৫ হাজারের বেশিবার তা দেখা হয়।
তবে এ ঘটনার পর নাসা এ বিষয়ে কোনো মন্তব্যই করেনি।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এবি