ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

স্কাইল্যাব বিধ্বস্ত, অবিভক্ত ভারতে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
স্কাইল্যাব বিধ্বস্ত, অবিভক্ত ভারতে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১১ জুলাই ২০১৫, শনিবার। ২৭ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ১৮৩২- সতীদাহ প্রথা তুলে নেওয়ার প্রতিবাদে ভারতের গোঁড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে অগ্রাহ্য হয়।

•    ১৮৭৮- ব্রিটেন সাইপ্রাস দখল করে। খ্রিষ্টপূর্ব দুই হাজার চারশ’ বছর আগে এই দ্বীপে লোকবসতি গড়ে ওঠে। পরবর্তীতে গ্রিক, রোমান, পারস্য, মিশর ও সাইপ্রাস শাসন করে। ১১৯১ সালে তৃতীয় ক্রুসেড যুদ্ধের সময় এটি ইংল্যান্ডের রাজা রিচার্ড দখল করে নেন। ১৮৭৮ সালে দ্বীপটি ব্রিটেনের একটি সামরিক ঘাঁটি ও ১৯২৫ সালে এটি ব্রিটিশ কলোনিতে রূপান্তরিত হয়। ১৯৬০ সালের ১৬ আগস্ট এক চুক্তির মাধ্যমে দেশটি স্বাধীনতা লাভ করে।

•    ১৮৮৯- অবিভক্ত ভারতে প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। কলকাতায় টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছিলো।

•    ১৯১৯– নেদারল্যান্ডে ৮ ঘণ্টা কর্মদিবসসহ রোববার ছুটির দিন হিসেবে আইন নির্ধারিত হয়।

•    ১৯২১- মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে।

    ১৯৩৬- কবি আল মাহমুদের জন্ম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।

•    ১৯৪১- মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি সই।

•    ১৯৬২- টেলিস্টার উপগ্রহের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সে টিভি সম্প্রচার শুরু।

•    ১৯৭৯- আমেরিকার প্রথম স্পেস স্টেশন ‘স্কাইল্যাব’ বিধ্বস্ত হয়। এর ওজন ছিল ১০০ টন। স্কাইল্যাব প্রথম মার্কিন মহাকাশকেন্দ্র। এই মহাকাশকেন্দ্রটি পৃথিবীর কক্ষপথে ১৯৭৩ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত প্রদক্ষিণ করেছে। ১৯৭৯ সালের ১১ জুলাই এটি অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে ভেঙে পড়ে।

•    ১৯৯০ - বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের খনি আবিষ্কার।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।