ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

বনের রাজা সিংহও কুপোকাত!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
বনের রাজা সিংহও কুপোকাত! ছবি: সংগৃহীত

ঢাকা: বন্য পশুরা স্বভাবতই হিংস্র। শক্তির লড়াইয়ে টিকে থাকাই যেন তাদের জীবনের স্বার্থকতা! সেই স্বার্থকতার খোঁজে বনরাজ্যে সবলের ওপর দুর্বলের আক্রমণ নিত্যদিনের ঘটনা।



সম্প্রতি বতসোয়ানার এনসাই প্যান ন্যাশনাল পার্কের একটি জলাশয়ে পানি পান করতে আসে বনের রাজা খ্যাত এক তৃষ্ণার্ত পুরুষ সিংহ। দীর্ঘক্ষণ আপন মনে পানি পান করে করছিল রাজামশাই। তার ওপর নজর পড়ে বিশাল এক পুরুষ হাতির।

পানি পানরত সিংহকে লক্ষ্য করে চুপিসারে এগিয়ে আসে হাতি। তার হাঁটায় কোনো সাড়া-শব্দ না থাকায় সিংহও বুঝতে পারেনি কারও উপস্থিতি। এরপর হাতিটি সিংহের দুই থেকে তিন মিটার পিছনে দাঁড়িয়ে আক্রমণের প্রস্ততি নেয়।

এবার বুঝি বিশালদেহী হাতির কবলে পড়ে বনের রাজা কুপোকাত! এরই মধ্যে, সিংহটি মাথা তুলে হাতির আকস্মিক আক্রমণাত্মক অবস্থান দেখে হতভম্ব হয়ে যায়। তার মাথায় তখন একটি চিন্তাই ঘুরপাক খাচ্ছে, কোনোরকম সাড়া শব্দ না করে হাতি এখানে এলো কীভাবে! কী আর করা। শেষমেশ লেজ গুটিয়ে বনের রাজা সিংহকেই পালাতে হলো।

হাতি ও সিংহের এমন দুর্লভ চিত্র ধারণ করেন দক্ষিণ আফ্রিকার ৪৯ বছর বয়সী আলোকচিত্রী জোহান বারনার্ড।

তিনি বলেন, তখন শেষ বিকেলের মুহূর্ত। চারদিক অন্ধকার হয়ে আসছে। হাতিটি যখন সিংহ থেকে মাত্র দুই থেকে তিন মিটার দূরে, ঠিক তখনই মাথা তুলে সিংহ হাতিকে দেখে বিস্মিত হয়ে যায়। একটুও কালক্ষেপণ না করে প্রাণ বাঁচাতে ভোঁ দৌড় দেয় সিংহটি।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
টিআই/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।