ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

পাবলো নেরুদার জন্ম, নজরুলের নবযুগ পত্রিকা প্রকাশ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
পাবলো নেরুদার জন্ম, নজরুলের নবযুগ পত্রিকা প্রকাশ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১২ জুলাই ২০১৫, রবিবার। ২৮ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ১৫৭৬ – হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।
•    ১৫৮০–স্লাভিক ভাষায় বাইবেল অনুবাদ করা হয়।
•    ১৭০০ – গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।
•    ১৮২৩ – ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটির নাম ছিল ডায়না।
•    ১৯০৪– চিলির নোবেলজয়ী কবি ও রাজনীতিবিদ পাবলো নেরুদা জন্মগ্রহণ করেন।   ১৯৭১ সালে তিনি সাহিত্যে নোবেল পান। তার আসল নাম ছিল নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো।
•    ১৯১২– যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়। ফরাসি এই চলচ্চিত্রের নাম ছিল “দ্য লাভস অব কুইন এলিজাবেথ”।
•    ১৯২০ – প্রথম দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রাজনীতিকবধ মোজাফ্ফর আহমদ এবং  প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শের-এ-বাংলা এ. কে. ফজলুক হক।
•    ১৯৪১ – মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১৫১ ঘণ্টা, জুলাই ১২ ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।