ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।
১৩ জুলাই ২০১৫, সোমবার। ২৯ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
• ১৭১৩ - গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে শান্তি চুক্তি।
• ১৭৭১ – ক্যাপ্টেন জেমস কুক পৃথিবীর দক্ষিণ-গোলার্ধ ভ্রমণ শেষ করেন ও এর পরের বছর ওই একই দিনে তার দ্বিতীয় অভিযান শুরু করেন।
• ১৮৫৮ - স্কটিশ সংস্কার আইন পাস ।
• ১৮৭১ - পৃথিবীতে প্রথম বিড়াল প্রদর্শনী হয়। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় লন্ডনে।
• ১৮৭৮ - রোমানিয়া তুরস্ক থেকে আলাদা ও স্বাধীন হয়।
• ১৯৩৩ - নাৎসি ছাড়া সব রাজনৈতিক দলকে জার্মানিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
• ১৯৬৯- ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ মৃত্যুবরণ করেন। তিনি একাধারে বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক ছিলেন।
• ১৯৭৩ – আফগানিস্তানকে রাজতন্ত্র থেকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
• ১৯৯৫ - আশাপূর্ণা দেবীর মৃত্যু। তিনি ছিলেন ভারতীয় বাঙালী ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও শিশুসাহিত্যিক। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে সুবর্ণলতা, প্রথম প্রতিশ্রুতি ও বকুলকথা ।
• গ্রন্থনা: সানজিদা সামরিন।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এএ