ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।
১৭ জুলাই ২০১৫, শুক্রবার । ২ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
• ১৭৯০- টমাস সেইন্ট প্রথম সেলাই কলের পেটেন্ট করেন।
• ১৭৯০- স্কটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের মৃত্যু। আধুনিক অর্থশাস্ত্রের জনক স্মিথ স্কটল্যান্ডের এডিনবার্গে ৬৭ বছর বয়সে মারা যান।
• ১৮২১ - স্পেন আনুষ্ঠানিকভাবে ফ্লোরিডাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে।
• ১৮৫৫ - বাংলা শিক্ষক প্রশিক্ষণের উদ্দেশ্যে সংস্কৃত কলেজের কলেজের প্রাতঃকালীন বিভাগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নর্ম্যাল স্কুল স্থাপন করেন। এই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন বিশিষ্ট গ্রন্থকার অক্ষয়কুমার দত্ত।
• ১৮৬১- কংগ্রেস কাগজের নোট অনুমোদন করে।
• ১৯১৭- নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্যের জন্ম। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।
• ১৯৩১- বাংলাদেশের মুসলিম জাগরণের কবি, ঔপন্যাসিক ও রাজনীতিবিদ ইসমাইল হোসেন সিরাজী মৃত্যুবরণ করেন। বিদ্রোহী লেখক হওয়ায় ব্রিটিশরা অনেকবারই তাকে কারারুদ্ধ করেছিলো। তার জন্ম ১৮৮০ সালে পাবনা জেলার সিরাজগঞ্জে ।
• ১৯৪২ – জার্মানি ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্তালিনগ্রাদের যুদ্ধ শুরু হয়। ১৯৪৩ সালের ২ ফেব্রুয়ারি যুদ্ধে সোভিয়েত জয়লাভ করে।
• ১৯৫৫-ক্যালফোর্নিয়ায় ডিজনিল্যান্ডের যাত্রা শুরু।
• ১৯৭৭ - বাংলাদেশের কর্ণফুলীর মোহনায় জেটি চালু হয়।
গ্রন্থনা: সানজিদা সামরিন।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এএ