ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

দুই বন্ধুর যুদ্ধ থামালো তৃতীয়পক্ষ! (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
দুই বন্ধুর যুদ্ধ থামালো তৃতীয়পক্ষ! (ভিডিওসহ) ছবি: সংগৃহীত

ঢাকা: দুটো সোনালি কুকুর মেতে রয়েছে যুদ্ধে। সবুজ টেনিস বল তোমার না আমার! দু’জনেই প্রাণপণে দাঁত দিয়ে কামড়ে ধরে রয়েছে বলটি।

শরীর অনড় থাকলেও যুদ্ধ চলছে পুরোদমে।

ঘটনাটি বেশ কিছুক্ষণ ধরেই দেখছিলো আরও একটি কুকুর। নাহ্ বন্ধুরা যে কোনোমতেই থামছে না।


উপায় না দেখে যুদ্ধ থামাতে নিজেই এগিয়ে গেলো সে। ঝট করে দুই কুকুরের মধ্যে গিয়ে দাঁড়ালো তৃতীয় কুকুরটি। মুখোমুখি দুই কুকুরের ওপর নিজের চিবুক রেখে নিচের দিকে চাপ দিতে লাগলো।


খানিক ধমকের সুরে চিৎকার করতেও ভুললো না। বন্ধুদের যুদ্ধ থামানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 

সেখানে কুকুর ছিলো মোটে চারটি। দুটির ঝগড়া মেটাতে তৃতীয়টি এগিয়ে গেলেও চতুর্থ কুকুরটি পাশে শুয়ে ছিলো। ভাবলেশহীন এই কুকুরটি যুদ্ধে কোনো অবদান রাখতে এগিয়ে যায়নি। গত রোববার ভিডিওটি পোস্ট করেছেন ইভালিন ল্যু।


মূল ভিডিও ক্লিপটি ইন্দোনেশিয়ান সোনালি কুকুর মালিকদের একটি গ্রুপে শেয়ার হলে এতে লাইক পড়ে ৪৭ হাজারেরও বেশি। পরবর্তীতে ভিডিওটি দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ে সবখানে।


ল্যু এই ভিডিওটি ছাড়াও বিভিন্ন দিক থেকে এ ঘটনাটির ছবি তুলেছেন। সবগুলো ছবিই প্রকাশিত হয়েছে। তবে এক ঝলকে দেখে নিন ভিডিওচিত্রটি!


তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।