ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মহানায়কের মৃত্যু, সমুদ্রতলে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
মহানায়কের মৃত্যু, সমুদ্রতলে প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২৪ জুলাই ২০১৫, শুক্রবার। ৯ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।
•    ১৮২৩ - চিলিতে দাসপ্রথা বিলুপ্ত।
•    ১৮৬৮- মার্কিন বিজ্ঞানী ও গবেষক জন ওয়েসলি হিট প্লাস্টিক তৈরির নতুন উপাদান আবিষ্কার করেন।  
•    ১৮৭০- কালীপ্রসন্ন সিংহের মৃত্যু। ঊনবিংশ শতকের এই  সাহিত্যিক ও সাহিত্যের পৃষ্ঠপোষক সাহিত্য ও সমাজের উন্নয়নে বহু কাজ করেছেন।
•    ১৮৭৯ - মি. ফিউরি কলকাতায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রদর্শন করেন।
•    ১৯২১ – ব্রিটিশদের অধীনে  ফিলিস্তিন, ইরাক ও পূর্ব জর্ডান এবং  ফরাসিদের অধীনে সিরিয়া ও লেবানন চলে যায়।
•    ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির হামবুর্গ বন্দরে ব্রিটিশ বিমান বাহিনী ভয়াবহ বোমা বর্ষণ করে।
•    ১৯৪৬ - সমুদ্র তলদেশে প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
•    ১৯৭৬ - ঢাকায় বাংলাদেশ প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট প্রতিষ্ঠা করা হয়।
•    ১৯৮০ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র-প্রযোজক এবং পরিচালক উত্তম কুমারের মৃত্যু। বাংলা চলচ্চিত্র জগতের এই মহানায়কের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়।
•    ১৯৮৬- এডিনবার্গ কমনওয়েলথ গেমস শুরু।
•    ১৯৯৯- মরোক্কোর বাদশাহ হাসান মারা যান। তিনি ৩৮ বছর শাসন করেছিলেন।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।