ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের মুক্তি, সৈয়দ আমীর আলীর মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
বাংলাদেশের প্রথম চলচ্চিত্রের মুক্তি,  সৈয়দ আমীর আলীর মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

৩ আগষ্ট ২০১৫, সোমবার  । ১৯ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৪৯২- ক্রিস্টোফার কলোম্বাস সমুদ্রযাত্রা শুরু করেন।
১৪৯২- স্পেন থেকে ইহুদিদের বিতাড়িত করা হয়।
১৮৫৮-জন স্মিক নীল নদের উৎস আবিষ্কার করেন।  
১৮৮২- বৃটিশ নৌ সেনারা সুয়েজ খাল দখল করে।
১৯১৪- তুরস্ক জামার্নির সঙ্গে সামরিক চুক্তি করে।
১৯১৪-ব্রিটেন জামার্নির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৬- বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ মুক্তি পায়।
১৯৬০ - আফ্রিকার দেশ নাইজার স্বাধীন হয় ও জাতিসংঘের সদস্যভুক্ত হয়।

জন্ম
১৮৬৫- আলফ্রেড ডেকিন। তিনি অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন।
১৯৩০- বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ নির্মল সেন।

মৃত্যু
১৯২৮- বিশিষ্ট ঐতিহাসিক ও বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৯৫৪-ফরাসি লেখিকা সিডেন গেব্রিয়েল কোল্ট।  

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।