ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

হরিণের এ কেমন ডাক! (ভিডিওসহ)

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
হরিণের এ কেমন ডাক! (ভিডিওসহ)

ঢাকা: হরিণের ডাক হয়তো অনেকেই শুনেছেন। তবে তা কেমন শুনতে?  গেভিন শেপিরো ও তার বান্ধবী কেট জাপান ভ্রমণের সময় শুনেছেন হরিণের ডাক।

তবে সে ডাকটি ছিল একটু ব্যতিক্রম।

এমনভাবে হরিণটি ডেকে উঠলো, মনে হয় যেন কেউ দরজা খুলেছে আর চিঁচিঁ শব্দ হচ্ছে। গেভিন তো হেসেই খুন। সঙ্গে কেটও। এ আবার কেমন ডাক রে বাবা!

২৬ বছর বয়সী নিউ ইয়র্কবাসী গেভিন হরিণের ডাকসহ একটি ভিডিও ফুটেজ তৈরি করেছেন। জাপানের নারাতে বেড়াতে গিয়ে এই মজার ঘটনাটি দৃশ্যায়ন করেন তিনি।

গেভিন জানান, হরিণের কাছে গিয়ে কুকি দিতেই আরও বিশটির মতো হরিণ এসে ঘিরে ধরলো তাকে। সবার উৎসাহ ছিল ওই কুকির দিকে।

তিনি জানান, আমি কখনও হরিণের এমন ডাক শুনিনি। তাই সত্যিই অনেক বিস্মিত হয়েছি। ভিডিওতে হরিণটি এমনভাবে ডাকছিলো, যেন মনে হয় কেউ দরজা খুলছে।

ভিডিওর শুরুতে হরিণটি গেভিনের দিকে এগিয়ে আসছিলো। অদ্ভুত শব্দটি করার আগে হরিণটি এদিক ওদিক তাকিয়ে আস্তে আস্তে ডাক ছাড়ছিলো। এক সময় গলা উঁচু করে উদাস মনে ডাক দিলো। চিঁচিচিঁ.....। ডাক শুনে কেট অ‍ার গেভিন তো হেসেই শেষ।

৪৫ সেকেন্ডের এ ভিডিওটির শেষের দিকে হরিণটি কোমল সুরে ডেকে শান্তভাবে মাথা নোয়ালো।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।