ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

হাইপারসনিক জেট ৩ ঘণ্টায় পৃথিবীর অন্য প্রান্তে

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
হাইপারসনিক জেট ৩ ঘণ্টায় পৃথিবীর অন্য প্রান্তে

উড়োজাহাজ প্রস্তুতকারকরা এবার বানাচ্ছেন হাইপারসনিক জেট। যা শব্দের গতিরও সাড়ে চারগুণ বেশি গতিতে চলবে।

পৃথিবীর এই পীঠ থেকে অপর পীঠে চলে যাবে মাত্র তিন ঘণ্টায়। লন্ডন থেকে নিউইয়র্ক যাবে মাত্র এক ঘণ্টায়।

যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস সম্প্রতি এই নতুন জেট তৈরির উদ্যোগে অনুমোদন দিয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, বর্তমান সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক মার্চ টু কনকর্ড’র চেয়েও প্রায় সাড়ে তিনগুন বেশি গতির হবে এই হাইপারসনিক জেট। যার মূল কাঠামোর সঙ্গে যুক্ত হবে দুই দিকে গোথিক ডেল্টা পাখা আর প্রোপেলর।

তিনটি ভিন্ন ধরনের হাইড্রোজেনচালিত ইঞ্জিন এই উড়োজাহাজে একসঙ্গে কাজ করবে। যা এটিকে ঘণ্টায় উড়িয়ে নিয়ে যাবে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার।

দুটি টার্বো জেট এই এয়ারক্র্যাফটকে সোজা উপরের দিকে তুলে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটি পেয়ে যাবে শব্দের গতি। একটি রকেট মোটর যোগ হবে যা তুলে নিয়ে যাবে এক লক্ষ ফুট উচ্চতায়।

সর্বোচ্চ ২০ জন যাত্রী ধারণ করতে পারবে এই এয়ারবাস।

ব্যস্ত ব্যবসায়ী, সরকারি উর্ধ্বতনরা এই হাইপারসনিক জেটে চেপে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েও কাজ শেষ করে দিনে দিনে ঘরে ফিরতে পারবেন।

টোকিও থেকে লস এঞ্জেলস যেতে সময় লাগবে মাত্র তিন ঘণ্টা।

এই হাইপারসনিক জেট সামরিক কাজেও ব্যবহার করা যাবে। দ্রুত গতিতে কোথাও সৈন্য পৌঁছানো প্রয়োজন হলে এর ব্যবহার সহজ হবে।

২০১৩ সালের মধ্যে এই হাইপারসনিজ জেট হবে বাস্তবতা, জানালেন উদ্যোক্তারা। এরই মধ্যে এ সংক্রান্ত প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে মূল প্রকল্পের কাজে হাত দিয়েছেন তারা।

বাংলাদেশ সময় ১২০৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
এমএমকে /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।