ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

গুহার গভীরে সুইমিংপুল! (ভিডিও)

মিছিল খন্দকার, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৫
গুহার গভীরে সুইমিংপুল! (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: চারপাশ গাছগাছালি আচ্ছাদিত। তার মধ্যে গুহা।

গুহার পেটে এক স্ফটিক স্বচ্ছ জলের আধার, যেটি পর্যটকদের কাছে পরিচিত ম্যাজিক্যাল সুইমিংপুল নামে।
সামোয়ান আগ্নেয় দ্বীপের গভীর গুহায় অবস্থিত এ জলাধারকে বলা হয় পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক সুইমিংপুল।

সামোয়ার একটি ভলকান আইল্যান্ডের (যে দ্বীপে জীবন্ত আগ্নেয়গিরি থাকে তাকে ইংরেজিতে ভলকান আইল্যান্ড বলে) এ প্রাকৃতিক সুইমিংপুলটি গুহার একশ’ ফুট গভীরে। গুহার উপর থেকে একটি সিঁড়ি এ পুলের স্ফটিক স্বচ্ছ পানির নিচে নেমে গেছে, যেটি থেকে পর্যটকরা চাইলে পুলে ডাইভ দিতে পারবেন। এ প্রাকৃতিক সুইমিংপুল পর্যটকদের দিতে পারে রোমাঞ্চকর এক নতুন অভিজ্ঞতা।

সুয়া ওশেন ট্রেঞ্জ নামে এ প্রাকৃতিক সুইমিংপুলকে বড় গুহা নামে ডাকা হয়। এটি সামুয়ার উপলু আইল্যান্ডের দক্ষিণ উপকূলে লোতোফাগা গ্রামে অবস্থিত। জীবন্ত আগ্নেয়গিরির উদগিরণের ফলে এ আইল্যান্ডের একটি স্থান দেবে গিয়ে ৯৮ ফুট গভীর গুহার সৃষ্টি হয়।  

এ প্রাকৃতিক জলাধারে নামতে ব্যবহৃত সিঁড়িটি পর্যটকরা ডাইভিং বোর্ড হিসেবে ব্যবহার করতে পারেন। আর ডাইভিংয়ের ক্ষেত্রে যারা কম সাহসী তারাও স্বাচ্ছন্দ্যে বেছে নিতে পারেন এটিকে। তবে পিচ্ছিল পথে এ পুলে নামতে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।

টলটলে জলের উপরে সবুজের ল্যান্ডস্কেপ এ জলাধারটিতে গ্রীষ্মকালে মাছের প্রাচুর্য্য থাকে এবং এর পাশেই আছে বালির বিছানা। প্রশান্ত মহাসারের সঙ্গে যুক্ত কয়েকটি খাল এ জলাধারের পানির উৎস। ফলে এ পুলটি কখনও শুকাবে না।

এ স্পটের নিরাপত্তা ও সার্বিক রক্ষণাবেক্ষণের স্বার্থে পর্যটকদের সাঁতারের জন্য টিকিট কাটতে হয়। প্রাপ্তবয়স্ক পর্যটকদের কাছ থেকে এক্ষেত্রে জনপ্রতি ১০ পাউন্ড (১৫ ডলার) ও শিশুদের জন্য ৩ দশমিক ৮৫ পাউন্ড (৬ ডলার) করে নেওয়া হয়। তবে সাত বছরের কম বয়সী শিশুদের টিকিট কাটতে হয় না।   

ভ্রমণপিপাসু আর অ্যাডভেঞ্চার প্রিয় হলে আপনাকেই হাতছানিতে ডাকছে এ আশ্চর্য প্রাকৃতিক সুইমিংপুল।



বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
আরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।