ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তোলা ১০ সেলফি

শুভ্রনীল সাগর, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৫
মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তোলা ১০ সেলফি

ঢাকা: বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘সেলফি’ নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে একটি পরিসংখ্যান দেওয়া যেতে পারে, তরুণ প্রজন্মের প্রায় ৯৬ শতাংশ সেলফি ম্যানিয়ায় আক্রান্ত।



এ তো গেল অল্প বয়সীদের কথা। সেলফি তোলায় বুড়োরাও কম যান। মানে ‘আট থেকে আশি, সেলফিতে ভাসি’ ব্যাপার। একটি বিন্দাস সেলফির জন্য মানুষ যেন জীবন দিতেও প্রস্তুত!

আর হরহামেশা হচ্ছেও এমন। সেলফি তুলে লোকের বাহবা পাওয়ার নেশায় মানুষ নিজেকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছে, যেখানে মুখোমুখি মৃত্যু ছাড়া আর কিছু নেই। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তোলা তেমনই ১০টি ছবি নিয়ে এবারের আয়োজন।

ছবির এ তরুণীর নাম জিনিয়া ইগনাতায়েভা। সেলফি তুলতে একটি ব্রিজের ২৮ ফুট উপরে উঠেছিলেন। ক্লিক করতেই হারান ভারসাম্য। এরপর সোজা পরপার।

২১ বছর বয়সী মেক্সিকান এ তরুণী বন্দুকসহ সেলফি তুলতে গিয়েই পাড়ি জমান না ফেরার দেশে।


গাড়ি চালাতে চালাতেই মেসেজ করছিলেন কোর্টনি স্যানফোর্ড। পাশাপাশি কানে বাজছিল ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ গানটি। ভাবলেন, একটি সেলফিও তোলা যাক। তারপর..

ধূসর মুখোশের আড়ালের মুখটি আসলে পুয়ের্তোরিকোর এক জনপ্রিয় শিল্পীর। মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেলফিটি ঠিক তার কিছুক্ষণ আগে তোলা।

মেক্সিকান পপশিল্পী জেনি রিভেরা বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত জেটে করে ভ্রমণে বেরিয়েছিলেন। সেসময়ই তোল‍া ছবিটি। একটু পরই জেট দুর্ঘটনায় অন্যভুবনে পাড়ি জমান সবাই।

গাড়ি নিয়ে দুই বন্ধু বেরিয়েছিলেন ব্যাচেলর পার্টির উদ্দেশ্যে। এসময় মাথায় চাপলো সেলফি ভূত। ছবি তুলতে গিয়েই ভারসাম্য হারায় গাড়ি। দুর্ঘটনায় প্রাণ যায় চালক বন্ধুর।  


গেল বছর জুলাইয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ১৭ ভূপাতিত হওয়ার কথা নিশ্চয় মনে আছে? গ্যারি স্লকও ওই ফ্লাইটে ছিলেন। মায়ের সঙ্গে তোলা শেষ সেলফি।

সেলফি ত‍ুলতে চলন্ত ট্রেনের ছাদে ওঠার চেষ্টা। ঘটনাটি ঘটে স্পেনে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ যায় ওই ব্যক্তির।

পর্তুগালে একটি খাদের কিনারে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন এক পোলিশ দম্পতি। প্রথমে ভারসাম্য হারান বর। তাকে বাঁচাতে গিয়ে বউটিও বরের সঙ্গে পাড়ি জমান না ফেরার দেশে।


গান গাইতে গাইতে গাড়ি চাল‍াচ্ছিলেন এক ইরানি নারী। এসময় সেলফি তুলতে গিয়ে ভারসাম্য হারান। ধাক্কা লাগে অন্য এক গাড়ির সঙ্গে। এটিই ছিল পৃথিবীতে তোলা তার শেষ ছবি।

বাংলাদেশ: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।