ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

ফিচার

গাছবাড়ি!

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৫
গাছবাড়ি! সংগৃহীত

ঢাকা: বাড়ি তৈরির জন্য গাছ কাটার প্রয়োজন নেই। আমরা চাইলেই প্রকৃতির পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারি।

এটা প্রমাণের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে ছবিগুলো।

একটি জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি চমৎকার বাড়ির নকশা। যেখানে গাছ না কেটেই তৈরি হয়েছে আলিশান বাড়ি, টি হাউস ও কিন্ডারগার্টেন স্কুল। সৌন্দর্যহানি নয়, বরং এতে স্থাপত্যশৈলীর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শহুরে পরিবেশ রক্ষায় এমন সব বাড়ি-ঘরের বিকল্প নেই।



এটি একটি কিন্ডারগার্টেন। বিশাল গাছটি ঘিরে দাঁড়িয়ে রয়েছে উন্মুক্ত দালানটি।


টি হাউস আগলে রেখেছে এ গাছটি।


নিয়াভারান রেসিডেন্সিয়াল কমপ্লেক্স।


কুক অস্টেরিয়া পিজ্জারিয়ার  বিশাল এক শোপিস হয়েই শোভাবর্ধন করছে গাছ।


বাড়ির দাওয়ায় পাহারায় গাছটি।

গাছ ভালোবাসেন? তো বাড়ি হোক গাছেই!

বনের ভেতর একটি ম্যাজিক্যাল বক্স! স্বচ্ছ কাঁচের গোলাকার নলের মতো এই বাড়িটির ভেতর শোভা পাচ্ছে বিশাল এক গাছ।


লেকভিউ রেসিডেন্সের মেঝে আর ছাদ ফুঁড়ে আকাশ ছুঁলো গাছ দুটি।


বাড়ির স্তম্ভ হয়েই থাকুক সে।


বাড়িতে বুঝি আর জায়গা হলো না গাছটির। তাতে কি! পাঁচিল ফুঁড়েই ভেতরে প্রবেশ করুক সে। আড়ি পাতুক প্রিয় জানালায়।  


বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।