ঢাকা: অজানাকে জানা এবং অদেখাকে দেখার জন্য মানুষের দুর্নিবার আকর্ষণ থাকে। সেই আকর্ষণের খোঁজে আমৃত্যু চেষ্টা চালিয়েও মানুষ পৃথিবীর রূপ-রস, গন্ধ, বৈচিত্র্য আর সৌন্দর্য উপভোগ করে শেষ করতে পারে না।
তাই বুঝি জীবনের প্রান্ত সীমায় এসে প্রায় সব মানুষই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের শাশ্বত সত্য সেই বিখ্যাত উক্তিকেই প্রাণভরে স্যলুট জানায়-‘জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে শুধু বালুকণা নিয়ে নাড়াচাড়া করেছি। অথচ অনন্ত সমুদ্রের কিছুই দেখা হয়নি। ’
পাখির চোখে পৃথিবীর নৈসর্গিক সৌন্দর্য দেখতে এবং দেখাতে রাশিয়ান ‘এয়ারপ্যানো’ নামে একটি আলোকচিত্রীর দল প্লেন ও হেলিকপ্টারে উড়ে উড়ে বিশ্বের দুর্লভ সব আলোকচিত্র তুলে এনেছে।
‘এয়ারপ্যানো’ হলো রাশিয়ার একটি অলাভজনক প্রজেক্ট। পাখির চোখে পৃথিবীর স্বাদ মানুষকে দিতেই এটি কাজ করে যাচ্ছে। এর একটি অনলাইন সাইটও রয়েছে (AirPano.com) যেখানে বিস্ময়কর সব প্রাকৃতিক সৌন্দর্যের ছবি পোস্ট করা হয়।
দলটি বিশ্বের দুইশ’ বিখ্যাত স্থান ভ্রমণ করে দু’হাজারের বেশি ছবি অ্যালবামবন্দি করেছে।
এ সময় এয়ারপ্যানো’র সদস্যরা নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে অ্যামস্টারডাম, সেন্ট্রাল দুবাই, ভেনেজুয়েলা, ফ্রান্স, ব্রাজিল ও আর্জেন্টিনাসহ অসংখ্য শহর ও দেশ ভ্রমণ করেছেন।
ইন্টারনেট অবলম্বনে ওই দলটির উন্নত ক্যামেরা ও প্রযুক্তি ব্যবহারে ক্যামেরাবন্দি কিছু দুর্লভ আলোকচিত্র বাংলানিউজের পাঠকের জন্য তুলে ধরা হলো-
ভেনেজুয়েলা অনন্য প্রকৃতিক সৌন্দর্যের বিস্ময় চারুন মেরু (ড্রাগন) ও কোরটিনা জলপ্রপাত। এটি ভেনেজুয়েলার অ্যানজেল জলপ্রপাতের অংশ।
দ্য আর্ক ডি ট্রায়াম্প ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত সৌন্দর্য খচিত অন্যতম স্থান।
সংযুক্ত আরব আমিরাতের বড় শহর সেন্ট্রাল দুবাইয়ের অট্রালিকাময় জগৎ।
ব্রাজিল ও আর্জেন্টিনার সীমান্তে ইগুয়াজু জলপ্রপাত। জলপ্রপাতের মাঝখানে প্লাটফর্মে ভ্রমণ পিপাসুরা জমায়েত হয়ে জলপ্রপাতের ভয়ংকর গর্জন উপভোগ করছেন।
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডমের ওয়েস্টারডক জেলার চিত্র এটি। দু’পাশে উঁচু অট্রালিকা মাঝখানের লেকে বাহারি নৌকার সারি।
নিউইয়র্ক সিটির ম্যানহাটান সেন্ট্রাল পার্ক। এয়ারপ্যানো সদস্যদের তোলা অনবদ্য বিস্ময়।
মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের উটাহ রাজ্যের স্যান জুয়ান নদী।
কেনিয়ার জাঁকজমকপূর্ণ লেক বগোরিয়া। যেটি আগ্নেয়াঞ্চল হিসেবে পরিচিত। এই লেকটির দৈর্ঘ্য প্রায় ৩৪ কিলোমিটার ও প্রস্থ সাড়ে ৩ কিলোমিটার।
ভিয়েতনামের হ্যালং বে (উপসাগর)। বিশ্বের সৌন্দর্যের অন্যতম বিষয় এটি। প্রতিবছর বিপুল সংখ্যক সৌন্দর্য পূজারি পর্যটক এখানে ভিড় করেন।
গ্রিসের সান্তরিনি দ্বীপ। কর্মব্যস্ত মানুষের অবকাশ যাপনের অন্যতম অনুষঙ্গ এই দ্বীপ। এখানকার দৃষ্টিনন্দন ও স্টাইলিশ বিল্ডিংয়ের সৌন্দর্য আগত দর্শনার্থীদের পাগল করে ছাড়ে।
পানির মধ্যে ছোট-বড় দৈত্যের মতো দাঁড়িয়ে আছে আইস বার্গ বা বরফ খণ্ড। আইসল্যান্ডের জোকুলসারলন আইস ল্যাগন এটি। যাকে বলে হিমাবহ উপহৃদ।
স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্সেলোনা। দিগন্ত থেকে ক্লিক করা ক্যামেরার চোখে বসতি মানুষের প্রতিচ্ছবি।
৯৭৯ মিটার উচ্চতা ও ৮০৭ মিটার গভীরতার জলপ্রপাতটির নাম অ্যাঞ্জেল জলপ্রপাত। ভেনেজুয়েলার এই জলপ্রপাতে চলে নিরবচ্ছিন্ন জল পতনের গর্জন।
রাশিয়ার মস্কোর রেড স্কয়ারে অবস্থিত ক্যাথিড্রাল অব ভাসিলি গির্জা। খ্রিস্টানদের এ মনোহারী স্পট দেখতে সব ধর্মের মানুষই ছুটে আসে।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৫
টিআই/এটি