ঢাকা: তীব্র গরমে তৃষ্ণায় ওষ্ঠাগত প্রাণ, ঠাণ্ডা কিছুর পরশ যেন ফিরে পায় জীবন। তবে তৃষ্ণা নিবারণে মানবকূল ঠাণ্ডা পানি, আইসক্রিম, কোল্ড ড্রিংকসে ভর করলেও প্রাণীদের নেই সে সুযোগ।
অনেক প্রাণী জন্মগতভাবে বিশেষ ক্ষমতায় বাহ্যিক তাপ নিয়ন্ত্রণ করতে পারে। যেমন- হাতি তার কানের মাধ্যমে তাপ নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। তবে শিম্পাঞ্জিকে এক্ষেত্রে মানবকূলের উপরই নির্ভর করতে হয়।
কিন্তু সম্প্রতি দেখা মিললো কিছু ভিন্ন চিত্রের। সচরাচার এমনটি দেখা যায় না প্রাণীর ক্ষেত্রে। অতিরিক্ত তাপের হাত থেকে বাঁচতে সিল, হাতি, বাঘ, সিংহ কিংবা জিরাফকে দেখা গেলো বরফ বা আইসক্রিমে আসক্ত হতে। চিত্রটা একটু বেমানান হলেও সত্যি ঘটেছে এমনটি।
দেখে নেওয়া যাক কেমন ছিলো সেই মুহূর্তগুলো:
সিল, থাকার কথা পানিতে। কিন্তু গরমের তীব্রতা থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে বরফের টুকরোর ওপর। যেনো এটিই তার নিরাপদ আশ্রয়স্থল। বোস্টনের নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়ামের সিলটির জন্য এ ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ।
পাশেই রাখা আছে খাবার। তাতে কী। গরমের তীব্রতায় জীবন বাঁচাতে বরফের গাজরই জিরাফ জুটির কাছে সবচেয়ে উপাধেয়। সিডনির তারঙ্গা চিড়িয়াখানা থেকে ছবিটি তোলা।
কানে তাপ নিয়ন্ত্রণের বিশেষ ক্ষমতা থাকলেও শেষ পর্যন্ত বরফের আশ্রয়ই নিতে হলো হাতিটিকে। তবে ব্যাংককের দুসিত চিড়িয়াখানার বিশালাকৃতির হাতিটিকে বরফের এই টুকরো কতখানি প্রশান্তি দিতে পেরেছে তা কেবল হাতিই জানে।
বনের রাজা সিংহও এসেছে বরফে প্রাণ জুড়াতে। জিব বের করে একেবারে চেঁটেপুটে নিচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে পাশে থাকা সঙ্গী সে কৌশল রপ্ত করছে। তাইওয়ানের তাইপে চিড়িয়াখানার দৃশ্য এটি।
স্বভাবতই শিকারের পর তার স্বাদ নিতে শিকারকে এক পায়ে চেপে ধরে বাঘ। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তবে গরমের তীব্রতায় বরফের টুকরোর কাছে নিজেই ‘শিকার’ হলো চীনের শেনইয়াং পার্কের বাঘটিকে।
বরফের একেবারে কাছে আসার কী কারণ চীনের উহান চিড়িয়াখানার এই লাল পান্ডাটির। পাশ দিয়ে বেয়ে যাওয়া শীতল পানিতে গলা ভিজিয়ে নিতে চাওয়া; না-কি বরফের মাঝখানে নিজের এঁটে যাওয়ার বিয়ষটিও মনে উঁকি দেওয়া।
কারো হাত থেকে হয়তো আইসক্রিমটি পড়ে গেছে। তা পেয়েই তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে ব্রাজিলের রিও ডি জেনিরো চিড়িয়াখানার শিম্পাঞ্জিটি। আইসক্রিমটি তার জন্য কতোখানি প্রয়োজন ছিল অভিব্যক্তিই বলে দিচ্ছে।
নিজে না খেয়ে তৃষ্ণার্ত কুকুরটির জন্য আইসক্রিমটি বাড়িয়ে দিলেন কোনো এক ব্যক্তি। মাথায় ঝুটি বাঁধা কুকুরটির সামনে লাল রঙের আইসক্রিমসহ ছবিটি তোলা কলম্বিয়ার ভ্যালি ডেল কওকা চিড়িয়াখানার।
বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৫
জেডএস