ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মুদ্রণযন্ত্র আবিষ্কার, নাট্যকার ব্রেখটের মৃত্যু

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
মুদ্রণযন্ত্র আবিষ্কার, নাট্যকার ব্রেখটের মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১৪ আগস্ট ২০১৫, শুক্রবার  । ৩০ শ্রাবণ, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
•    ১৪৩৭- মুদ্রণ যন্ত্র আবিষ্কার।
•    ১৭৯০- সুইডেন ও রাশিয়ার শান্তিচুক্তি।
•    ১৮৮৫- জাপান মরিচা প্রতিরোধক রং পেটেন্ট করে।
•    ১৯১২-মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
•    ১৯৪১-রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামে শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
•    ১৯৪৫- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপান সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে।
•    ১৯৪৭- ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব।

জন্ম
•    ১২৫৭- জাপানের সম্রাট হানাজোনো।
•    ১৮৬৭- ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দি।

মৃত্যু
•    ১৯৫৬- নাট্যকার বার্টাল্ড ব্রেখট।
•    ১৯৭২- ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

তথ্যসূত্র: ইন্টারনেট।
গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০৭২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।