ঢাকা: একটি পেঁচা ও একটি মিনি বিড়াল। মটর দানার মতো সবুজ রঙের নৌকায় চড়ে সমুদ্রে পাড়ি জমালো তারা।
এডওয়ার্ড লেয়ারের “দ্য আউল অ্যান্ড দ্য পুসি ক্যাট” কবিতাটি এমনই ছিল। কিন্তু সেসময় পেঁচা ও বিড়ালের এমন বন্ধুত্ব ছিল পুরোটাই কল্পনা। কিন্তু এখন তা সম্পূর্ণ বাস্তব।
হয়তো এবার পেঁচা মহাশয় মিনি বিড়ালকে নিয়ে সমুদ্রে পাড়ি জমায়নি তবে তাদের দুজনের বন্ধুত্বটা কিন্তু ঠিক লেয়ারের কবিতাটির মতোই।
মিনি বিড়ালটির নাম মেরিমো। আর পাঁচ বছর বয়সী পেঁচাটির নাম ফুকু। জাপানের ওসাকার হুকোলো নামের কফিশপে বন্ধুত্ব পেতেছে তারা। সারাক্ষণই একসঙ্গে থাকে দুজন। ঘুমানো হোক বা দুষ্টুমি সবকিছুতেই একে অপরের পাশে থাকা চাই। তবে তারা কি জানে এরইমধ্যে তারা কতো জনপ্রিয় হয়ে উঠেছে বিশ্ববাসীর কাছে ?
বিশ্ববাসীকে তাক লাগিয়ে বন্ধুত্বে মেতে ওঠা এই জুটির শত শত ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে ইন্টারনেটে। হুকোলো কফিশপের আপলোড করা এ ছবিগুলো এরইমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রকাশ পেয়েছে।
ছবিগুলো তুলেছেন রিতসুকো নাগানা। তিনি জানান, তাদের এই মধুর সম্পর্ক ক্যামেরাবন্দি করাটা ছিল অসাধারণ।
তিনি আরও জানান, মেরিমোকে কফি শপে আনার পর থেকে ফুকু ও মেরিমো সবসময়ই একসঙ্গে থাকে। ফলে যে মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করা হয়েছে তা সহজাত।
নাগানার ভষ্য, এটা সত্যিই অসাধারণ যে মানুষের কল্পনাকে এই জুটি বাস্তব রূপ দিয়েছে!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৫
এএ