‘‘তুমি জেগো না বন্ধু, বিবেক জাগাও’’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ডিবেটিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ‘‘স্বাধীনতা দিবস ৪র্থ আন্ত: ক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০১১’’।
তিন দিন ব্যাপি এ বিতর্ক প্রতিযোগীতায় ৪০টি দল অংশগ্রহণ করেছে।
শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে ড.হারুন-অর-রশিদ বলেন, ‘মানব সভ্যতা বিকাশের ক্ষেত্রে বিতর্ক মূল ভূমিকা পালন করেছে। আমরা যে ইউরোপীয় রেঁনেসার কথা বলি সেটাও শুরু হয়েছে এই বিতর্ক থেকেই। ’
তিনি বলেন আরও বলেন, ‘ভালো-খারাপ, সত্য-মিথ্যা ইত্যাদি পার্থক্য করতে যুক্তির প্রয়োজন। আর যুক্তি বিবেককে জাগ্রত করে। আমরা যদি যুক্তিতে বিশ্বাস করি তাহলে আমাদের সমাজে মারামারি, হানাহানি হবে না। আর এভাবেই দেশ ও সমাজ উন্নতি করতে পারবে। ’
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোষ্ট অধ্যাপক আ ব ম ফারুক।
জিয়া হল ডিবেটিং ক্লাবের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জিয়া হল ডিবেটিং ক্লাবের মডারেটর এস.এম শামীম রেজা, সাধারণ সম্পাদক আশিকুর রব প্রমুখ।
শুক্রবার বিকাল ৩ টা থেকে শুরু হয় প্রতিযোগিতার প্রথম রাউন্ড। ২৮ মে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড ও সেমিফাইনাই অনুষ্ঠিত হবে।
২৯ মে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেবেন।
বাংলাদেশ সময়: ১৩১৫, মে ২৮, ২০১১