ঢাকা: মেরিল্যান্ডের নোংরা একটি আস্তাবলে থাকতো তিনটি ঘোড়া। অযত্ন ও খাবারের অভাবে তাদের অবস্থা ছিলো শোচনীয়।
তাদের খুর এত বেশি বেড়ে যায় যে ঠিকভাবে তারা হাঁটতে পারতো না। তিন ফুট লম্বা হয়ে রীতিমতো কুণ্ডলী পাঁকিয়ে যায় খুরগুলো।
ঘোড়াদের সেবাদানকারী প্রতিষ্ঠান ডে’স অ্যান্ড ফার্ম হর্স রেসকিউ জানায়, তাদের দেখা সবচেয়ে শোচনীয় ছিলো ঘোড়াগুলোর খুর। আর এটি হয়েছে অবহেলার কারণে।
এই দলটি গত ২৬ বছরে তিন হাজারেরও বেশি ঘোড়ার সেবায় নিয়োজিত।
তদের ধারণা, ঘোড়া তিনটি অন্তত ১৫ বছর বন্দি ছিলো। তাদের প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসা দেওয়া হয়নি। গত ২১ আগস্ট ওয়াশিংটনের অজ্ঞাত একটি স্থানে এদের পাওয়া যায় বলে জানায় মেরিল্যান্ডের হেগার্সটাউন ভিত্তিক সংবাদমাধ্যম দ্য হেরাল্ড-মেইল।
পশু চিকিৎসক ও অশ্ববিশারদ ঘোড়াগুলোকে অজ্ঞান করে তাদের খুরগুলোর বেড়ে যাওয়া অংশ কেটে ফেলেন।
এক সহৃদয় ব্যক্তি ওয়াশিংটন হিউম্যান সোসাইটির কাছে ঘোড়াগুলোর হদিস দিয়েছিলেন। এরপরই তাদের উদ্ধার করা হয়।
ডে’স অ্যান্ড ফার্ম হর্স রেসকিউ বর্তমানে ৭৮টি ঘোড়ার পুনর্বাসন ও সেবা নিশ্চিত করছে। এখানে পুনর্বাসনে প্রতি মাসে এক একটি ঘোড়ার গড় খরচ এক হাজার ৯শ মার্কিন ডলার থেকে দুই হাজার ৪শ ডলার। যা বাংলাদেশের টাকার হিসেবে পড়ে প্রায় এক লাখ ৫০ হাজার থেকে এক লাখ ৯০ হাজার টাকার মতো।
সম্প্রতি উদ্ধারকৃত ঘোড়া দুটির সেবা খরচ সবচেয়ে বেশি হবে বলে জানিয়েছে দাতব্য প্রতিষ্ঠানটি।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসএমএন/এএ/এটি