ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বিশ্বে প্রতিজনে ৪২২টি গাছ!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
বিশ্বে প্রতিজনে ৪২২টি গাছ!

ঢাকা: বিশ্বে বর্তমানে ৩.০৪ ট্রিলিয়ন অর্থাৎ তিন লাখ ৪ হাজার কোটি গাছ রয়েছে বলে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে। বনায়নের উপর করা এখন পর্যন্ত সবচেয়ে বিস্তারিত এই রিপোর্টটি প্রকাশ করেছে পরিবেশ বিষয়ক জার্নাল ‘ন্যাচার’।



উপগ্রহ চিত্রের মাধ্যমে স্থলভাগের গাছের উপর গবেষণাটি করেন যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনির্ভাসিটির একদল গবেষক।

এর আগে উপগ্রহের চিত্রের উপর ভিত্তি করে এক গবেষণায় বলা হয়, বিশ্বে ৪০০ কোটি গাছ রয়েছে। তবে বর্তমান পরিসংখ্যান বলছে, বর্তমানে বিশ্বে গাছের সংখ্যা তিন লাখ ৪ হাজার কোটি। সে হিসেবে প্রতি এক জনের জন্য ৪২২টি গাছ (৭২০ কোটি জনসংখ্যা ধরে)।

তবে মানুষের খাওয়ার উপযোগী সবজির পরিমাণ দিন দিন কমে যাওয়ায় আতঙ্ক প্রকাশ করেছেন গবেষকরা। এছাড়া পৃথিবী সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত ৪৬ শতাংশ বন ধ্বংস হয়েছে বলে উল্লেখ করা হয়েছে রির্পোটে।

৫০টি দেশের চার লাখ ২৯ হাজার ৭৭৫ বর্গকিলোমিটার স্থলভাগের গাছের উপর উপগ্রহের চিত্রের মাধ্যমে পরিসংখ্যানটি করা হয়। এক্ষেত্রে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। যেমন-স্মিথসোনিয়ান ট্রপিক্যাল রিসার্চ ইনস্টিটিউট, দ্য ন্যাশনাল ফরেস্ট ইনভেন্টরি ইত্যাদি।

তবে আশার চেয়ে গাছের সংখ্যা বেশি হলেও মানুষের কর্মকাণ্ড অর্থাৎ বন ধ্বংস বা ভূমি ব্যবহারের জন্য গাছ কাটার কারণে দ্রুতই বনায়ন কমবে বলে উল্লেখ করেছেন তারা। আর প্রতিবছর বিশ্বে এক হাজার ৫শ’ কোটি গাছ নিধন হয়।

তবে প্রকাশিত রিপোর্টটি ভবিষ্যতে পরিবেশ ও বাস্তুসংস্থানের উপর গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস গবেষকদের। গবেষণার ফলাফলটি অনেকেরই কাজে লাগবে বলে বিশ্বাস তাদের।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।