ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রূপ লাগি আঁখি ঝুরে...

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
রূপ লাগি আঁখি ঝুরে... ছবি: সংগৃহীত

বিলাস-ব্যসন, রূপ-লাবণ্য এসব নিয়ে সবচে বেশি মাথা ঘামাণ নারীরা। এতো সবার জানা।

মিশরের রাণী ক্লিওপেত্রার রূপচর্চা নিয়ে কতো না অদ্ভূত গল্প শোনা যায়! সত্যমিথ্যা যা-ই হোক, মধ্যযুগে কোনো কোনো রাজমহিষী নাকি রূপ ধরে রাখতে  প্রজার রক্তে স্নানও করতেন! আর একালে শহুরে নারীদের রূপ-লাবণ্যের বড় শত্রু হলো গিয়ে মেদ। তারা বেতসপাতার মতো ক্ষীণাঙ্গী হবার জন্য ব্যায়াম –অ্যারোবিকস, ডায়েট কন্ট্রোলসহ কতো কিছুই না করে চলেছেন। কেউ কেউ ছুটছেন শল্য চিকিৎসকের কাছে ---অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের বাড়তি চর্বিকে গুডবাই জানাতে। কিন্তু সবাইকে টেক্কা দিয়েছেন হংকং শহরের একদল নারী।

তারা যা করছেন তা রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে। দৃষ্টিশক্তির বারোটা বাজিয়ে হলেও বাড়তি মেদের কবল থেকে মুক্তি পেতে চান তারা। সে কারণে তারা দীর্ঘক্ষণ প্রখর সূর্যের দিকে পলকহীন চেয়ে থাকছেন। ওই নারীদের হেলথ প্যানাটিজম এমন পর্যায়ে পৌঁছেছে যেনবা মেদ থেকে মুক্তিলাভই জীবনের একমাত্র মোক্ষ। একটি সংবাদসংস্থা এদের এই পাগলামিকে বর্ণনা করতে লিখেছে :

 ‘In what must be the oddest new weight loss trend, women in Hong Kong are reportedly staring at the sun in order to lose weight. ...But the latest means of staying in shape seems really bizarre.’’

আসলেই ‘অদ্ভুতুড়ে’ (bizarre) বললেও তো কমই বলা হয়! হংকং-এর শরীর সচেতন এই নারীকুল এতোদিন ব্যায়াম, গ্রিন জুস আর হাইপোবারিক চেম্বারের  আশ্রয় নিতেন। কিন্তু এবার তারা’’চোখ থাকিতেও অন্ধ’’ হবার বিপজ্জনক খেলায় মেতেছেন।

ছবিতে দেখুন হংকং-এর সাম কা বিচে এই নারীরা কেমন একদৃষ্টে গনগনে সূর্যের দিকে তাকিয়ে রয়েছেন মেদমুক্তির আশায়।

ওরা এই ভ্রান্ত ধারণায় আচ্ছন্ন যে, গনগনে সূর্যের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলে সূর্য থেকে শরীর শক্তি আহরণ করবে। তাহলে আর খাবার খেয়ে ক্যালরি আহরণ করতে হবে না।

তাই তারা আর আগের মতো খাওয়া দাওয়াও করছেন না। Coconuts Hong Kong নামের স্থানীয় এক পত্রিকাকে এমন কথাই বলেছেন ওই দলটির একজন। আরেকজনের ভাষায়, ‘এর সঙ্গে জড়িয়ে আছে ধর্মীয় আধ্যাত্মিকতা। আমাদের কেউ কেউ তো বলতে গেলে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি। ’

বুঝুন অবস্থা, ‘রূপ লাগি’ কীনা করতে পারেন নারীকূল!

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।