ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

আংশিক সূর্যগ্রহণ চলছে: ঘরে বসেই দেখুন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আংশিক সূর্যগ্রহণ চলছে: ঘরে বসেই দেখুন ছবি: সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বর মাস সূর্যগ্রহণের জন্য বিশেষ মাস হিসেবে বিবেচিত। এ মাসটি গ্রহণের জন্য বিশেষ মাস হিসেবে বিবেচিত।



এদিকে, রোববার দক্ষিণ আফ্রিকায় দেখা যাচ্ছে, আংশিক সূর্যগ্রহণ। এ গ্রহণ দেখা একটু বিরলই বটে। সে কারণে বিশ্বব্যাপী এই আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ করে দিয়েছে স্লু কমিউনিটি অবজারভেটরি (Slooh Community Obeservatory) নামে একটি বিজ্ঞান সংগঠন।

ঘরে বসেই যাতে এই আংশিক গ্রহণ দেখা যায়, সে কারণে সংস্থাটি এ আংশিক সূর্যগ্রহণ অনলাইনে সরাসরি দেখার ব্যবস্থা করেছে।

বাংলাদেশসহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই আংশিক সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ১০টা (আন্তর্জাতিক মান সময় ইউটিসি ০৪:৩০) থেকে এ গ্রহণ শুরু হয়েছে।

জ্যোতির্বিদ বব বারম্যান আংশিক সূর্যগ্রহণ চলাকালে গ্রহণের বিভিন্নরকম অবস্থান সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করছেন। এ ছাড়া সূর্যগ্রহণ বিশেষজ্ঞ ড. লুইস গ্রিন গ্রহণকালে বিজ্ঞানীরা কী করবেন, সে বিষয়ে বিস্তারিত তুলে ধরছেন।

এ ছাড়া আগামী ২৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে। এ সম্পর্কেও তিনি রোববার বর্ণনা দেবেন। বিস্তারিত জানতে Slooh.com লগইন করতে পারেন।

সেই সঙ্গে রোববারের চলমান আংশিক সূর্যগ্রহণ দেখতে লগইন করুন- http://live.slooh.com/stadium/live/partial-solar-eclipse

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।