ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-২

সানজিদা সামরিন, ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-২

ঢাকা: গাছের পাতা হোক বা ফুল। চকলেট, পাস্তা বা স্প্যাগেডি।

হেডফোন আর স্ক্রই বা বাদ যাবে কেন। গল্প লুকিয়ে রয়েছে সবকিছুর মধ্যেই। এই প্রতিটি জিনিস স্বকীয়তা ছাড়াও প্রকাশ করে ভিন্ন অর্থ। শুধু তা খুঁজে নেওয়ার শৈল্পিক দৃষ্টি থাকা চাই।

চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব ছোট ছোট উপকরণ দিয়ে গত এক বছরে বেশকিছু ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন তৈরি করেছেন ক্রিস্টিয়ান মেনজা।

চেক প্রজাতন্ত্রের ১৭ বছর বয়সী এ শিল্পী বলেন, সারা বছর ধরে এসব ছবির মাধ্যমে আমি উপলব্ধি করেছি, আমাদের চারপাশের ছোট ছোট এ উপকরণগুলো কতো গুরুত্বপূর্ণ আর অর্থবহ।

আমাদের এবারের ধারবাহিক আয়োজন এসব উপকরণে তৈরি ক্রিস্টিয়ান মেনজার সেরা ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশনগুলো নিয়ে। যে ছবিগুলো ভাবনার জগতকে নিয়ে যাবে আরও এক ধাপ এগিয়ে। দ্বিতীয় পর্বের ছবিগুলো দেখে নেব।

পাস্তা

ছবির এ সাপটি সুকুমার রায়ের ‘বাবুরাম সাপুড়ে’ ছড়ার মতোই! যে সাপের চোখ নেই/ শিং নেই/ নোখ নেই। অবশ্য তা থাকবে কী করে, এ তো পাস্তা দিয়ে তৈরি সাপ!

পাতা

ছবিটি দেখে মনে পড়ে যায় একটি গল্পের কথা। গল্পের নাম ‘ওজের জাদুকর’। ঘূর্ণিঝড়ে উড়ছে ডরেথি নামের ছোট্ট মেয়েটি আর তার আদরের কুকুর টোটো। সঙ্গে উড়ন্ত ঝাড়ুর উপর এ কে? ওমা, এ তো সেই ডাইনি বুড়ি!

চকলেট

শখের পিয়ানো যদি হতো পছন্দের কিটক্যাট চকলেটের, তবে কি পিয়ানোর সুর আরও মধুর হতো?

আঙুর

লাল বেলুনে চড়ে বাড়িটি যাচ্ছে কোথায়! স্বর্গে গিয়েই কি থামবে সে?
 
স্ক্রু

কফিশপ কাউন্টারের রূপালি চেয়ারে বসে হয়ে যাক প্রিয় কোনো ককটেল-মকটেল!

ফুল

লাল-হলুদ ফুলের বনে বসন্ত বিকেলের আড়মোড়া।

হেডফোন

একেই বুঝি বলে গানের সুরে ভেসে বেড়ানো!

ছবি: ইন্টারনেট

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
এসএস

** ভিন্ন মাত্রার ‘ইন্টারেক্টিভ ইলাস্ট্রেশন’-১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।