ঢাকা: মঞ্চে দাঁড়িয়ে বধূ। অঙ্গ ঠিকরে ছড়িয়ে পড়ছে সোনার জ্যোতি।
গত সপ্তাহে দক্ষিণ পূর্ব চীনের গুয়াংডংয়ে অনুষ্ঠিত হয়েছে একটি জুয়েলারি শো। ১০ সেপ্টেম্বর শেনঝেনে অনুষ্ঠিত এ শো-তে সোনার তৈরি সাতটি বিয়ের পোশাক প্রদর্শন করা হয়। এসব পোশাকের নকশা, কারুকাজ ও আনুষঙ্গিক সবকিছুই ছিলো সোনার!
মডেলদের পরিহিত এ সাতটি পোশাকের মোট ওজন প্রায় দশ কেজির মতো।
তাহলে একবার ঘুরে আসা যাক সেই আসর থেকে-
সাদা ফুল স্লিভ নেটের গাউনের গলা, বুক, হাতা ও কোমরের অংশে স্বর্ণ দিয়ে ঘন নকশা করা হয়েছে।
অফ সোল্ডার সাদা গাউনের উপরের অংশে সোনার চেইন ও ফুলের কারুকাজ। কোমরে চিকন স্বর্ণের বন্ধনী।
এক কথায় স্বর্ণকুমারী! মাথার শিরস্ত্রাণ ও গাউনের উপরের অংশের সোনার নেটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চেইন।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এসএমএন/এএ