ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফিচার

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শেষ হচ্ছে শুক্রবার

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, জুন ২, ২০১১
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শেষ হচ্ছে শুক্রবার

ঢাকা:  বেসরকারি বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৩দিন ব্যাপী ভর্তি মেলার শেষ দিন শুক্রবার। গত বুধবার ইউনিভার্সিটির মোহাম্মদপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সেক্রেটারি ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর।



এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন বিভাগের প্রধান প্রফেসর ড. রওশন কামাল, ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. ইমামউদ্দিন, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মোঃ মোস্তফা কামাল উদ্দিন, গণিত বিভাগের প্রধান প্রফেসর মোঃ আব্দুল হান্নান, আইন বিভাগের প্রধান মোঃ আনোয়ার হোসেন, সোসিওলোজি বিভাগের প্রধান ড. এনামুল আজীজ, আর্কিটেকচার বিভাগের প্রধান সরদার মাসুদ করিম, সিএসই বিভাগের প্রধান সাদিক ইকবাল, রেজিস্ট্রার লে. কর্নেল (অব:) আবুল কাশেম, পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল (অব:) মাহমুদ উল আলম প্রমুখ।

মেলায় ভর্তিচ্ছু ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, ভর্তি মেলায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা ফলাফলের ওপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জুন ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।