ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ, চাঁদের সবচেয়ে কাছে ছবি তোলা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৫
মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ, চাঁদের সবচেয়ে কাছে ছবি তোলা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

০৪ অক্টোবর ২০১৫, রবিবার। ১৯ আশ্বিন, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৩০ - বেলজিয়াম তাদের স্বাধীনতা ঘোষণা করে।
•    ১৯৫৭ - সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ মহাশূন্যে পাঠায়।
•    ১৯৫৯ - সোভিয়েত নভোযান লুনিক-৩ সর্বপ্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি ছবি তোলে।

জন্ম
•    ১৭২০ - ইতালীয় খোদাইকার ও ভাস্কর জোভান্নি পিরানেসি।

মৃত্যু
•    ১৬৬৯ - পর্তুগিজ চিত্রশিল্পী রেমব্রাঁ।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।