ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পুঁচকে কুকুরের পাল্লায় দুই ভালুক!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৫
পুঁচকে কুকুরের পাল্লায় দুই ভালুক!

ঢাকা: ছোট বলে হেলাফেলা করার কিছু নেই। দেহের আকারটা বড় কথা নয়, বরং মনের জোর আর সাহসটাই আসল কথা।

সেটা এক পুঁচকে কুকুর প্রমাণ করে দিয়েছে। সে বাড়িতে ঢুকে পড়া দুটো ভালুককে একাই তাড়িয়ে দিয়েছে। ভয়াল দর্শন দুটি দৈত্যাকায় ভালুক দেখেও এতোটুকু ভড়কে না গিয়ে উল্টো এদের উপর চড়াও হয়েছে। কুকুর ছানার এমন কাণ্ডে উল্টো ভড়কে গিয়ে ভালুক দুটো বরং পালিয়ে বেঁচেছে বলা চলে। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সেটাই বলা হয়েছে: ‘‘CCTV footage shows the moment a tiny guard dog forced two seven stone bears to flee.’’
 
ঘটনাটা এরকম: একটা পুঁচকে ফ্রেঞ্চ বুলডগ প্রতিদিনের মতো বাড়ি পাহারা দিচ্ছিল। এমন সময় কোত্থেকে দুটি দশাসই আকারের ভালুক এসে ঢুকল বাড়ির ভেতর। ভালুক দুটোকে যেই না পুঁচকে কুকুর দেখতে পেল, তৎক্ষণাৎ শুরু সে শুরু করে দিল স্বভাবসুলভ চেঁচামেচি। আর সে চেঁচামেচিতে সে পুরো বাড়ি মাথায় তুললো। ছোট্টটি হলেও গলাবাজিতে সে কম যায় না। রবীন্দ্রনাথের ভাষায় যাকে বলে ‘‘অতোটুকু ভাণ্ড হতে এতোশব্দ হয়/ শুনিয়া বিশ্বের লাগে বিষম বিস্ময়’।

 ভালুক দুটি ওর চিৎকার চেঁচামেচিতে প্রথমে কিছুক্ষণ থমকে দাঁড়াল। কিন্তু চিৎকার চেঁচামেচিতেও কাজ হচ্ছে না দেখে জুয়েলস নামের কুকুরটা এবার করে বসলো অবিশ্বাস্য কাণ্ড। সে রীতিমতো হামলে পড়লো ভালুকদের ওপর। ভয়ড়র বলে কিছুই যেন ওর নেই। ওর এহেন কাণ্ডে হতচকিত হয়ে হয়ে বিশাল বপু ভালুক দুটো রণে ভঙ্গ শুধু নয়, রীতিমতো পালিয়ে বাঁচলো।   একটা ভালুক তো ভয়ে কাদা হয়ে গিয়েছিল। সে তখন লাফ দিয়ে বেড়া ডিঙিয়ে রীতিমতো পগারপাড়। বিশ্বাস হচ্ছে না? তাহলে দেখুন প্রত্রিকা কি লিখেছে: ‘One of the bears looks horrified after being cornered by the fearless dog.
It then practically throws itself over the fence.’’
 
সাধে কি আর মহান মার্ক টোয়েন (Mark Twain)বলে গেছেন: "It's not the size of the dog in the fight, it's the size of the fight in the dog.”

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
জেএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।