হত্যা থেমে নেই পৃথিবীতে। তবে সন্ত্রাসের দেশ আফগানিস্তানে হত্যাকাণ্ড, বোমাবাজি, আত্মঘাতী হামলা ও অকারণ রক্তপাত লেগেই আছে।
জানা গেছে, প্রেসিডেন্ট প্রাসাদের রান্নাঘরের সংস্কারকাজ করার সময় মেঝের নিচে পাওয়া গেছে মানুষের দুটো কঙ্কাল ও মাথার খুলি। তবে গত মঙ্গলবার এ-দুটো মনুষ্যকঙ্কাল নারীর নাকি পুরুষের, এদের পরিচয়ই বা কি বা এ-দুজন মানুষের মৃত্যুর কারণই বা কি তা আপাতত রহস্য হয়েই আছে। একটি সংবাদ মাধ্যম খবরটির শিরোনাম করেছে: ‘‘Skeletons, Skulls Under Afghanistan's Presidential Palace.’’
কঙ্কাল ও খুলি এখন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কঙ্কাল ও খুলির পরিচয় শনাক্ত করার জন্য এরই মধ্যে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনে আফগান ইনডেপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশন ও ফিজিশিয়ান্স ফর হিউম্যান রাইটস-এর প্রতিনিধিরা থাকবেন।
যুদ্ধে নিহত বহু অজ্ঞাতপরিচয় মানুষের দেহাবশেষ ও গণকবর আবিষ্কৃত হবার ঘটনা আফগানিস্তানে নতুন নয়। বেশিরভাগ গণকবরই সাবেক যুদ্ধবাজ নেতাদের অনুসারী ও যোদ্ধাদের।
২০০২ সালে উত্তর আফগানিস্তানে এ-যাবৎকালের সবচেয়ে বড় এক গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই গণকবরে প্রায় ২০০০ মানুষের কঙ্কালের সন্ধান মেলে।
ধারণা করা হয়, শত্রুবাহিনীর হাতের নিহত তালেবান যোদ্ধাদের। ৬ বছর শাসন করার পর তালেবান শাসনের অবসান ঘটেছিল দেশটিতে। এখনও সেখানে হানাহানি ও রক্তপাতের অবসান হয়নি। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বাহিনিও দেশটিতে শান্তি কায়েম করতে ব্যর্থ হয়েছে। এখন তালেবান নতুন করে শক্তি সঞ্চয় করেছে।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
জেএম