ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রতিবন্ধীদের অধিকার রক্ষার্থে ‘দাঁড়িয়েছেন’ দুলা খুড়া

জুলফিকার আলী কানন, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩০, জুন ৪, ২০১১
প্রতিবন্ধীদের অধিকার রক্ষার্থে ‘দাঁড়িয়েছেন’ দুলা খুড়া

মেহেরপুর: দু’পায়ে দাঁড়ানোর সামর্থ তার নেই- তারপরও লোকজন বলছে তিনি দাঁড়িয়েছেন। হ্যাঁ, তিনি এবার ‘ভোটে দাঁড়িয়েছেন’।



মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী শহিদুলাহ ওরফে দুলা খুড়াকে নিয়ে এলাকাবাসীর মাঝে তাই বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে।

তিনি তার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে সদস্য পদে দাঁড়িয়েছেন।

এলাকার বেশ কিছু যুবক তাকে উৎসাহ দিয়ে ভোটে দাঁড় করিয়েছেন বলে বাংলানিউজকে জানালেন। নির্বাচনে তার পদে মোট ৪ জন প্রার্থীর মধ্যে তিনিই জয়ী হবেন বলে আশাবাদী দুলা।

স্থানীয়রা জানান, এলাকার মৃত দাউদ কারিগরের ছেলে শহিদুলাহ এক বছর বয়সে অসুস্থ (পেলিও) হলে তার পা দু’টি অচল হয়ে যায়। সোজা হয়ে হাঁটার ক্ষমতা হারান তখন থেকেই। দু’হাতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করেন তিনি।

নিজের জায়গা-জমি বলতে কিছু নেই। চা বিক্রি করে পেট পালতে হয়। ব্যক্তিজীবনে একটি দুঃখ তাকে তাড়িয়ে বেড়ায় খুব। তা হলো- যুবক বয়সে বিয়ে করেছিলেন। কিন্তু স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

নিজের ভরণ পোষণ নিজেকেই করতে হয়। প্রতিবন্ধী হলেও  সরকারি-বেসরকারি কোনও মহল থেকে কোনও ধরনের ভাতা পান না।

মনের এসব দুঃখকে সঙ্গী করে এবং প্রতিবন্ধীদের অধিকার রক্ষার্থে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন বলে হাসিমুখে জানালেন শহীদুল্লাহ ওরফে দুলা খুড়া।

বাংলাদেশ সময়: ১২৪ ঘণ্টা, জুন ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।