ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (এনসিপিসি)-২০১১।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
জাতীয় এই প্রোগ্রামিং প্রতিযোগিতায় ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ৫২টি বিশ্ববিদ্যালয়ের ৫০টি মহিলা দল এবং ৭৮টি সাধারণ দল অংশগ্রহণ করছে।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এই প্রতিযোগিতার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজী অনুষদের ডীন অধ্যাপক ড. আহম্মদ ইসমাইল মোস্তফা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সুরাইয়া পারভীন, এনসিপিসি-২০১১-এর প্রধান বিচারক অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী ও প্রতিযোগীবৃন্দ।
৪জুন শনিবার বিকেল সাড়ে ছ’টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
পুরষ্কার বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাংলাদেশ সময়: ১২৫৯, জুন ৪, ২০১১