ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সৃজনশীল বায়োলজি টিচার!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
সৃজনশীল বায়োলজি টিচার!

‘হাতে কলমে শেখানো’ বলে একটা কথা আছে। শুধু তত্ত্ব না আওড়ে সরেজমিনে দেখিয়ে দেওয়া।

এই দেখিয়ে-দেওয়া-শিক্ষার সর্বোত্তম পরাকাষ্ঠাই দেখালেন এবার এক পশ্চিমা নারী শিক্ষক। তার উপায়টা এতোই অভিনব যে তা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। জীববিজ্ঞানের ক্লাশে তিনি ছাত্রছাত্যীদের শুধু পড়ানই না; বরং দেহের কঙ্কাল ও অভ্যন্তরীণ অঙ্গগুলোকে এমনভাবে তুলে ধরেন যাতে পঠনবিমুখ শিক্ষার্থীর মনেও পড়াশোনার প্রবল আগ্রহ জাগে।

ক্লাশে পড়ানোর সময় তিনি তার গায়ের উপরিভাগের পোশাক খুলে ফেলেন। ওই পোশাকের নিচে পরেন স্প্যানডেক্স বডি স্যুট। আর ওই বডি স্যুটটাই যেন একটা প্রামাণ্য মানবদেহ। কারণ ওতে কঙ্কালের নিখুঁত ছবি ও দেহের ভেতরকার নাড়ি-ভুড়িসহ সবকিছুর ছবি আঁকা। নিজের বডি স্যুটে চিত্রিত ছবি দেখিয়ে তিনি বুঝিয়ে দেন কোন অঙ্গ-প্রত্যঙ্গটার অবস্থান কোথায়। ভিডিওটা দেখুন। বডি স্যুটের সাহায্যে বায়োলজির পাঠদানকালে কখনও কখনও তিনি টেবিল বা বেঞ্চের ওপেও উঠে যান। যাতে বেঞ্চিতে বসা তার আগ্রহী ছাত্রছাত্রীরা তার বডি স্যুটটাকে ভালোমতো দেখতে পায়।

এই ব্যতিক্রমী জীববিজ্ঞান শিক্ষকের নাম ডেবি হিরকিন্স। নেদারল্যান্ডসের গ্রইন হার্ট রাইনভুডে স্কুলের শিক্ষক তিনি। এরই মধ্যে তার শিক্ষাদানের এই অভিনব পদ্ধতির কথা নানা দিকে ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বড় কথা, তার ছাত্রছাত্রীরা তার পড়ানোর পদ্ধতিটা দারুণ পছন্দ করেছে। বলতে গেলে পীনপতন স্তব্ধতার মধ্যে মন্ত্রমুগ্ধ হয়ে তার ছাত্রছাত্রীরা তার পাঠদান উপভোগ করে। সেইসঙ্গে অনেকটা খেলাচ্ছলে কঠিন বিষয় বুঝে নেয় সহজে। কেননা এমন সহজ পদ্ধতিতে এর আগে কেউ আর কখনো বায়োলজির ক্লাশ নেননি।   এর চেয়ে সহজ পদ্ধতি আর কি হতে পারে! (‘And her method couldn't be more simple.’)।

একটি সংবাদপত্র ডেবি হিরকিন্সের ওপর প্রতিবেদনের শিরোনাম করেছে: ‘Biology teacher uses this unusual way of getting her classes interested in science’ । ডেবি কিন্তু নিজের কাজে পুরো সন্তুষ্ট নন। আরো ভালো উপায়ে কী করে জীববিজ্ঞানের পাঠকে সহজতর এবং আরো উপভোগ্য করে তোলা যায় সেজন্য চেষ্টা চলছে তার নিরন্তর। তিনি আরো ইন্টার-অ্যাকটিভ করতে চান তার পাঠদানকে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।