ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ফিচার

সিলেটে এসএসসি উত্তীর্ণদের অন্যরকম দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৩, জুন ৫, ২০১১

সিলেট: সকালের ঝড় বৃষ্টি আর দুপুরের কড়া রোদ সব ছিল দিনটিতে। ছিল সবুজ প্রকৃতির ছোঁয়া, পাখির কলকাকলি আর পাহাড়ের কুল ঘেঁষে মায়াময় বৃক্ষরাজি।

এরই মাঝে নেচে গেয়ে ব্যস্ত জীবনের সব গ্লানি ভুলে অন্যরকম দিন কাটালো সিলেটের এবারের এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীরা।

শুক্রবার ছুটির দিনে সিলেটের সার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আয়োজন করে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের। প্রায় ৫ হাজার কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত বিনোদন পার্ক অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারুণ্য উদ্দীপ্ত এ আয়োজনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম।

তিনি মেধাবীদের উদ্দেশে বলেন, ইচ্ছা আর আত্ববিশ্বাস থাকলে সব কিছু জয় করা সম্ভব। সুতরাং স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন জয়ের ইচ্ছা করতে হবে এবং আত্ববিশ্বাস দিয়ে স্বপ্নকে জয় করতে হবে।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফাজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের ড্রকলেন কলেজের পরিচালক ড. প্রেম সাগর গ্রান্ড্রা।

এছাড়া অন্যান্যদের মধ্যে সার্ক কলেজের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন, ঢাকার অস্ট্রেলেশিয়ান কলেজের পরিচালক রেজাউল করীম প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজ আপ তারকা মুহিন, পড়শি। মুক্ত আলোচনা করেন নাট্যাভিনেতা ইশতিয়াক আহমেদ রুমেল ও সাব্বির আহমদ মিশু।


বাংলাদেশ সময়: ০২৫৫ঘণ্টা, জুন ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।