ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

পাখির বাসায় লাইব্রেরি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
পাখির বাসায় লাইব্রেরি!

ঢাকা: দক্ষিণ চীনের বার্ডকেজ লাইব্রেরি। বার্ডকেজ মানে পাখির বাসা।

তাহলে কি পাখিরা আজকাল বাড়িতে লাইব্রেরি বানাচ্ছে নাকি?

ঠিক তা নয়, শিক্ষা প্রতিষ্ঠানের এখ‍ানে-ওখানে রাখ‍া ছোট্ট বাক্সগুলোকে পাখির বাসা বা মেইলবক্স মনে হতে পারে। কিন্তু কাছে গেলেই বুঝবেন, এগুলো মোটেও পাখির বাসা বা মেইল বক্স নয়। এগুলো একেকটি ক্ষুদে লাইব্রেরি।

দক্ষিণ চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের গইলিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমন ২০টি ক্ষুদে লাইবেরি রয়েছে। যা দেখতে পাখির বাসার মতো। প্রতিটি বাক্সে বই রয়েছে ২০টি করে।

শিক্ষার্থীরা নিজ দায়িত্বে এসব লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করেন। সেক্ষেত্রে লাইব্রেরির শর্ত একটিই, প্রতিটি বই ইস্যু করার সময় আগে পড়তে নেওয়‍া বই ফেরত দেওয়া।  

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলতি বছরের এপ্রিলে খোলা হয় বার্ডকেজ লাইব্রেরি। এ পর্যন্ত এসব লাইব্রেরিতে এক লাখেরও বেশি বই লেনদেন হয়েছে।

সৃজনশীল এ লাইব্রেরির ছবি প্রকাশ পেয়েছে অনলাইনেও। অনেকেই সাধুবাদ ও প্রশংসা করেছেন ছোট এ প্রজেক্টের বিশাল সাফল্যকে।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৫
এসএমএন/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।